জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের ভূরুঙ্গামারী উপজেলার সদস্য পদে মো. জহির উদ্দিন বেপারী তালা প্রতীকে ৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর আলম হাতি প্রতীকে পান ৫৭ ভোট।এবং মহিলা সংরক্ষিত সদস্য হিসেবে তিন উপজেলা নিয়ে বিজয়ী হয়েছে ভূরুঙ্গামারীর মাসুদা ডেইজি।
কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি উপজেলা পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিদের প্রকাশ্য ভোট প্রদানের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভূরুঙ্গামারী সরকারি কলেজ কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৩৩ জন। ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুপস্থিত ছিলেন ১ জন। এতে মো. জহির উদ্দিন বেপারী তালা প্রতীকে পান ৬২ ভোট, জাহাঙ্গীর আলম হাতি প্রতীকে পান ৫৭ ভোট, মঈন উদ্দিন খোকন টিউবওয়েল প্রতীকে পান ১১ ভোট ও আসাদুজ্জামান রাজু (অটোরিকশা প্রতীকে পান ২ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে জানা যায় মহিলা সংরক্ষিত আসনে মাসুদা ডেইজি হরিন প্রতীকে ভূরুঙ্গামারী ৯১ ফুলবাড়ি ৩৩ নাগেশ্বরী ৬৯ মোট ১৯০ভোট পেয়ে বিজয়ী হন।
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে