কুড়িগ্রামে গলায় ফাঁস লাগিয়ে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। আত্মহননের পথ বেছে নেয়া ফেরদৌসী নামের ওই গৃহবধূর স্বামী সাজ্জাদ হোসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে ভুরুঙ্গামারী উপজেলায় কর্মরত।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে জেলা শহরের হাটিরপাড় এলাকায় নিজ বাসার দরজা বন্ধ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানায় সদর থানাপুলিশ। তবে কি কারনে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিহত ফেরদৌসীর সন্তান স্কুল থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের জানায়। স্থানীয়রা মিস্ত্রি এনে দরজার লক ভেঙ্গে নিহত ফেরদৌসীকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে