লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিজে উপস্থিত থেকে এবং শ্রমিক নিয়োগ করে অনেক প্রান্তিক কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম।
মাননীয় প্রধানমন্ত্রী বর্ষা নামার আগে আগেই প্রান্তীক কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার আহ্বান করেন নেতাকর্মীদের ।সে নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আজ কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের প্রান্তিক কৃষক আবুল খায়েরের ৬ কানি ক্ষেতের ধান নিজে থেকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কেটে দেন।
কৃষক আবুল খায়ের জানান, আমার পক্ষে আর্থিক অভাবে ক্ষেতের ধান ঘরে তোলা সম্ভব হচ্ছিল না এবং বিরুপ আবহাওয়ার শঙ্কায় ছিলাম। শামীম ভাই আমার ধান কেটে দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে। এতে আমি আর্থিক ভাবে লাভবান হয়েছি। এজন্য আমি শামীম ভাই এবং আমাদের প্রধানমন্ত্রীর জন্য ধন্যবাদ জানাই।
সরেজমিনে ইস্কান্দার মির্জা শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়ন এবং এই রামগতি-কমলনগরের মানুষের সেবা-সহযোগীতার অংশ হিসেবে আমি কয়েকদিন থেকে এই কর্মসূচি অব্যাহত রেখেছি। প্রান্তিক কৃষকদের খবর পেয়ে আমি সাথে সাথেই মাঠে নেমে পড়েছি। এই রামগতি-কমলনগরের মাটি ও মানুষের সাথে সবসময় আমি থাকবো।
জানা যায়, ইস্কান্দার মির্জা শামীম আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর-৪) সংসদীয় আসনে সংসদ প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
৯ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৫ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে
৩৫ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে