লক্ষ্মীপুরে পাঠদানের সময় শ্রেণীকক্ষে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে ফাহিমা আক্তার (১৩) নামে ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রী আহত হয়েছে। আজ ১৬ মে (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ফাহিমার চোখ বরাবর উপরে কপালে অনেকাংশ কেটে যায় এবং ৭টি সেলাই লেগেছে। স্থানীয় চাঁদখালী বাজারের পল্লী চিকিৎসক বিপ্লব দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈদ্যুতিক পাখা খুলে গায়ে পড়ায় ফাহিমা ভয় পেয়েছে। তাকে বাড়িতে বিশ্রাম নিতে বলা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, কয়েকবছর ধরে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখাগুলোতে সমস্যা দেখা দিয়েছে। মাঝে মাঝে খুলে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতো। শিক্ষকদের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। সঠিক সময়ে পাখাগুলোর ত্রুটি সমাধান করলে এখন আর খুলে পড়তো না। ফাহিমাকেও দুর্ঘটনার শিকার হতে হতো না।
বিদ্যালয় সূত্র জানা যায়, বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ছাদটি ড্যামেজ হওয়ায় পাখাগুলোও দুর্বল হয়ে গেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ফাহিমার আহতের বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।তবে তিনি বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। অন্য কোনো উপায় না থাকায় ঝুঁকি থাকা সত্ত্বেও ভবনটিতে পাঠদান কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। একটি ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।
৯ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
২১ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
৩৫ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৫ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে