মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেশনালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আরেক আরোহী। জানা যায়, তারা তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে রাতে ঘুরতে বেড়িয়ে ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মো. সোহাগকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, আধারা ইউনিয়নের তাঁতিকান্দী গ্রামের মো. হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল (২৫) ও মহেশপুর নমকান্দি এলাকার মোকসেদ গাজী (২৭)। আহত সোহাগ বানিয়াল মহেশপুরের মনির হোসেনের পুত্র।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী ঘটনা নিশ্চিত করে জানান, তিন যুবক উপজেলার হাসাইল থেকে মুন্সিগঞ্জ সদরে ফেরার সময় বেশনাল এলাকায় আসলে দ্রুতগতির বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে ছিটকে পড়ে। আর এতে চালক ও এক আরোহী ঘটনাস্থলে নিহত হন।
পুলিশ সূত্রে জানায়, তারা তিন বন্ধু ঘুরতে বেরিয়ে গভীর রাতে বাড়ি ফিরছিলেন। কিন্তু তিনজন বহনকারী বাইকটির গতি ছিল বেপরোয়া, তাই গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।
২৬ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৩৪ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৯ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৬৬ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮১ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৮২ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮৫ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮৬ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে