কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সন্ত্রাসী যে দলেরই হোক আর যতো প্রভাবশালীই হোক না কেনো কোন অবস্থায় কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে ঢাকা ব্যাংক আয়োজিত সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি নদীতে বালু মহালের সাম্প্রতিক অরাজকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কেউ যাতে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে এ জন্য স্থানীয় প্রশাসনকে বালু মহাল ইজারা দেওয়ার সময় মহালের সীমানা চিহ্নিত করে দিতে বলা হয়েছে। তিনি বলেন নৌপুলিশের যানবাহন সল্পতার কারণে অভিযান পরিচালনায় সমস্যা হয়। এ কারণে এখন থেকে কোস্টগার্ড অভিযান পরিচালনা করবে। নৌপুলিশ কোস্ট গার্ডের সাথে থেকে সার্বিক সহযোগীতা করবে।
রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা রাজনীতি করেন সেদিকে আমাদের কোন আপত্তি নেই তবে আপনারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবেনা। রাজনীতির করেন এবং এর পাশাপাশি সমাজের জন্য মানুষের জন্য ভালো কাজ করেন।
মুন্সিগঞ্জ পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, যদি আমার ভাই অপরাধ করে তাহলে তাকেও ছাড় দেবেন না। আগে চার শিকের ভিতরে ঢুকান। তারা এমপি হোক বা যাই হোক কাউকে ছাড় নয়। এখন আইন শৃঙ্খলা উপর তাদের কোন হাত নেই।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, আপনারা তেল মারা বন্ধ করুন। ভবিষ্যতে যে আসবে পরে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন। আপনারা কোনও অবস্থায় ছাড় দিবেন না।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকের মাঝে ৩০টি পাওয়ার ট্রিলার ও ৪০টি সেলো মেশিন হস্তান্তর করেন তিনি। এ সময় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেম তুল জান্নাত ও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা উপজেলার বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে তারুণ্যের উৎসব-২০২৪ এর তারুণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
২৫ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৩৩ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৪৮ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৬৫ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৮০ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮১ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
৮৪ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৮৫ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে