মুন্সিগঞ্জের সিরাজদিখানে উদ্বোধন করা হলো একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। আজ ২৭ জুন ২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজদিখান এর বিপরীত পাশে এ ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
এ উপলক্ষ্যে বেলা ১০ ঘটিকায় একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মীর মোশারফ সুমন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন হাওলাদার, ইছাপুরা ৪ ওয়ার্ড মেম্বার শফিউদ্দিন আহমেদ মন্টু, মিলন হাওলাদার, হালিম শেখ, হাজ্বী মোঃ লতিফ খালাসি, বিভিন্ন ঔষধ কোম্পানীর ম্যাডিকেল রিপ্রেজেন্টেটিভগণ সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একতা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান জনাব আবু তাহের জানান, স্বাস্থ্য সেবার মানকে আরো উন্নত ও যুগোপযোগী করার জন্য আমরা বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও সংশ্লিষ্ট সেবাদাতাদের সমন্বয়ে চিকিৎসা প্রযুক্তি নির্ভর একটি ডায়াগনস্টিক সেন্টার নির্মান করেছি। এখানে থাকছে সঠিক চিকিৎসা ও রোগ নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তির ল্যাব ও আধুনিক যন্ত্রপাতির সুবিধা।
উক্ত ডায়াগনস্টিক সেন্টারের এমডি হিসেবে আছেন মোঃ শাহ আলম। এছাড়াও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আশরাফুল আলম, ডাঃ মাহবুব আলম তুষার, মোঃ জসিম, রাজন দেবনাথ, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
২৬ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
৩৪ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৯ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
৬৬ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে
৮১ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
৮২ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৮৫ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৮৬ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে