জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন এডভোকেট এরফানুর রহমান মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হল।

কৃষকের খড়ের হাট দেওয়ানগঞ্জ বাজার,খড় বিক্রি করে লাভবান খড় বিক্রেতা

কৃষকের খড়ের হাট দেওয়ানগঞ্জ বাজার,খড় বিক্রি করে লাভবান খড় বিক্রেতা


কৃষকের খড়ের হাট দেওয়ানগঞ্জ বাজার।গরুর খামারী,গৃহস্থ আসছেন গরুর খাদ্য খড় ক্রয় করতে।প্রতিদিন দুরদুরান্ত থেকে  আসছেন হাটে। বিক্রি হচ্ছে ভালো,ভীড় করছেন ক্রেতা।দাম বেশী পেয়ে খুশী খড় বিক্রেতা। খড় বিক্রি করে লাভবান তারা।প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকার খড় বিক্রি হয় প্রতিটি ব্যবসায়ীর।


ময়মনসিংহের নান্দাইলে দেওয়ানগঞ্জ বাজারে বসেছে এই খড়ের হাট।বেড়েছে খড়ের কদর।প্রতিদিন এই বাজার থেকে খড় কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় খড়ের দামও বেড়ে গেছে।হাতের কাছেই গো খাদ্যের বাজার বসায় খুশি ক্রেতারাও। প্রতি মন খড় বিক্রি হচ্ছে ৮শত থেকে ১ হাজার টাকা দরে।প্রতিটি আটি বিক্রি হচ্ছে ১শত টাকা থেকে ৩ শত টাকায়।গৃহস্থের চাহিদা অনুযায়ী তারা খড় বিক্রি করছেন।


সরেজমিন দেখা গেছে,স্থানীয়  দেওয়ানগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে খড়।মধ্যবাজারে বিশাল জায়গা জুড়ে খড়ের ছোট-বড়  স্তুপ।ছোট-বড় আটিসহ স্তুুপ আকারে রাখা হয়েছে খড়। ২৫ টির মতো রয়েছে খড়ের দোকান।খড় কিনতে ভীড় করছেন গৃহস্থরা।তাদের চাহিদা অনুযায়ী গৃহস্থরা কিনছেন খড়। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় খড়ের দামও বেড়ে গেছে।


খড়ের (গো-খাদ্য) দাম বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। গরু নিয়ে কৃষক পড়েছেন বিপাকে। প্রতিদিন খড় ক্রয় করতে ট্রলি ও ভ্যান  নিয়ে দুর-দুরান্ত থেকে আসছেন কৃষক। তারা খড় ক্রয় করে নিয়ে যাচ্ছেন।


উপজেলার খারুয়া,মহেষকুড়া নরেন্দ্রপুর, হাটশিরা, কুর্শা,কাকুরিয়া,কয়ারপুর,রাজাপুর,বীরবাগারী,নাগপুরসহ আশেপাশের কৃষকরা আসছেন খড় ক্রয় করতে।ট্রলি ও ভ্যান নিয়ে এসেছেন তারা।


কুর্শা গ্রামের কৃষক তোফাজ্জল,বীরকামট খালী গ্রামের কৃষক মানিক বলেন, আমরার ৩টি করে গরু আছে। খড় শেষ তাই দেওয়ানগঞ্জ বাজারে আইছি খড় কিনবার আইছি।


খড়ের পাইকারী ব্যবসায়ী কুর্শা গ্রামের খড় ব্যবসায়ী ইসলাম,এনামুল, জাহাঙ্গীর, হাটশিরা গ্রামের সাগর,মিলন,হেলাল এবং বেলতৈল গ্রামের নাজিম উদ্দিনসহ অনেকেই জানান, বর্তমান খড়ের ব্যবসা করে আমাদের ভালোই লাভ হচ্ছে।সংসারও চলছে ভালো।তিনমাসের জন্য এ ব্যবসা চলবে অগ্রাহায়ণ মাস পর্যন্ত। 


তারা আরো জানান,বিভিন্ন গ্রাম থেকে বড় গৃহস্থের বাড়ি থেকে খড় কিনে আনেন। ৫০ টাকা থেকে থেকে ৩০০ টাকা পর্যন্ত আটি বিক্রি হয়।প্রতিমন খড় বিক্রি হয় ৮০০ টাকা থেকে ১ হাজার দরে। প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকার খড় বিক্রি হয় প্রতিটি ব্যবসায়ীর।

 

স্থানীয় খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভুঁইয়া মিন্টু বলেন, ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে বসেছে খড়ের হাট।স্বল্পকালীন এই সময়ের ব্যবসা করে লাভবান হচ্ছেন বিক্রেতারা।আশপাশের মধ্যে একমাত্র খড় বিক্রির হাট এটি।

Tag
আরও খবর