কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, শনিবার সকালে নগরের চরপাড়া এলাকায় একটি মিছিল বের করার চেষ্টা করেন জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যান তারা। পরে বিকেলে ওই এলাকার সালতানাত রেস্টুরেন্টে গোপন বৈঠকের আয়োজন করেন জামায়াতের লোকজন। খবর পেয়ে সন্ধ্যার দিকে সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে পুলিশ। ময়মনসিংহে চরপাড়া একটি রেস্টুরেন্টে ‘গোপন বৈঠক’ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মোজাম্মেল হকসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত অন্যরা হলেন- ওসমান গনি (৪৫), আজিজুর রহমান (৪৩), ফেরদৌস আলম (৪৪), আল আমিন (৩৭), দেলোয়ার হোসেন কুদ্দুস (৩১), তাজুল ইসলাম (৪৫), মো. আসাদুজ্জামান (৪২), শাহিন খান (২৭), মাহমুদুল হাসান শাহিন (৩৮), মাহাবুবুল হাকিম (৪২), মেহেদী হাসান (৩৬), সারোয়ার হোসেন (৪৫), আলমগীর হোসেন (৪২), মো. নাফিজ (৩১), আবু হানিফ (৩৭), ফজলুল করিম ফারুকী (৫২), শেখ আহমেদ আফিফা (৩৮) ও নুরুল হক (৩৮)।
১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১৩ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে