আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের স্বপ্ন
ময়মনসিংহের নান্দাইলে আউশ ধানের চনমনে গন্ধে মাতোয়ারা কৃষক। মাঠে মাঠে সোনালী পাকা আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে হাঁসির ঝিলিক।মাঠের ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। আউশ ধানের স্বপ্নে যেন বিভোর তারা।
ভাদ্র মাসের বাতাসে দোল খাওয়া সোনালি আউশ ধান সংগ্রহে ব্যস্ত কৃষকরা।গত বছরের তুলনায় চলতি আউশ মৌসুমে ফলন ভাল ও দাম বেশী হওয়ায় প্রতিটি কৃষক পরিবার খুশী। অসময়ে আউশ চাষে সাফল্য পেয়ে কৃষকের মনে বিরাজ করছে আনন্দের বন্যা।
সরেজমিন আউশ মাঠ ঘুরে দেখা যায়, কৃষক ধান কাটতে শুরু করেছেন। ধানের ভারে নুয়ে পড়েছে শীষগুলো।আউশ ধানে যেন সোনার রূপ। যার আলোয় স্পষ্ট হয়ে উঠেছে কৃষকের মুখ। ঘাম ঝরানো স্বপ্নের ফসল ঘরে তুলতে ব্যস্ত প্রতিটি কৃষক।রোদ-বৃষ্টি মাথায় নিয়ে চলছে তাদের ধান কাটার মহাধুম। প্রতিটি ক্ষেতে যেন ফুটে উঠেছে সোনালী রঙ। সোনালী রঙে রাঙ্গিয়ে তুলেছে মাঠের পর মাঠ।
নান্দাইল উপজেলা কৃষি অফিস সুএে জানা যায়,এ বছর আউশের আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩৬০ হেক্টর জমি।অর্জিত লক্ষ্যমাত্রা ১৫৫০ হেক্টর। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মধ্যে শেরপুর, খারুয়া, নান্দাইল, গাংগাইল, মোয়াজ্জেমপুর,চন্ডিপাশা ও পৌরসভায় আউশধান আবাদ বেশী হয়েছে। অন্যান্য ইউনিয়নে বিক্ষিপ্ত ভাবে আবাদ হয়েছে।
অনুকুল আবহাওয়া, কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে উপ- সহকারী কৃষি কর্মকর্তাদের তদারকির কারনে চলতি মৌসুমে লক্ষ্যমাএার চেয়ে অধিক ধান উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের।
সাভার গ্রামের কৃষক জীবন চন্দ্র গুপ্ত, নারায়ন চন্দ্র গুপ্ত,নুরুল ইসলাম, জাহাঙ্গীরপুর গ্রামের কৃষক আলমগীর, মোঃ সোহেল মিয়া বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর আউশ ধানের ফলন ভালো হয়েছে। তাছাড়া বাজারে ধানের দামও বেশী। ভালো ফলন পেয়ে আমরা খুব খুশী।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক জানান,এ বছর ব্রি ধান ৪৮- (১৫০০ হেক্টর) এবং ব্রি ধান-৮৫, (৫০ হেক্টর)জাতের ধান আবাদ করা হয়েছে।৮৪৫ জনকে প্রণোদনা দেওয়া হয়েছে। ৩০ টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে।
নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদেরকে ভর্তুকি, বিনামূল্য বীজ,সার ও প্রণোদনা দেওয়ায় বিগত কয়েক বছরের তুলনায় এ বছর আউশের বাম্পার ফলন হয়েছে।আউশে সেচ, সার ও শ্রম কম খরচ হয়। বাজারে ধানের দাম ভাল।এভাবে ধানের দাম থাকলে নান্দাইলের কৃষকগণ অনেক লাভবান হবেন।