নওগাঁর নিয়ামতপুরে ১শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত ৫ মে শুক্রবার বেলা ৪.৪৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাফিউল হক ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের টিএলবি বাজারস্থ জনৈক সুমনের চায়ের দোকানের সামনে থেকে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আশনদী পশ্চিমপাড়ার আইনুদ্দিনের ছেলে তারেকুল ইসলাম (২৫) কে ১শ গ্রাম গাঁজাসহ (যার আনুমানিক মূল্য ৪ হাজার টাকা) গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সরণির ক্রমিক ১৯ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, তারেকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জানা যায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী । মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
১৪ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
৩২ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৫ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৩৯ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৪ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে
৪৫ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে