,,শেখ হাসিনার মনোনীত প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ১ আসন হতে ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।
আজ রবিবার রাতে নওগাঁ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: গোলাম মওলা তাঁর কার্যালয়ে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী সাধন চন্দ্র মজুমদারকে বিজয়ী ঘোষণা করেন।
এ আসনে ভোট পড়েছে ৬১ শতাংশ বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৯০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (ট্রাক) খালেকুজ্জামান তোতা পেয়েছেন ৭৬ হাজার ৭২৯ ভোট।
সাধন চন্দ্র মজুমদার নওগাঁ ১ আসন থেকে ২০০৮ ,২০১৪ এবং ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
১৮ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
১৮ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
৩৬ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৮ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে
৪৩ দিন ১৪ মিনিট আগে
৪৬ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
৪৮ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪৮ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে