ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি: প্রধান উপদেষ্টা ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীতে ৮ দফা দাবি জানিয়ে কৃষি ডিপ্লেমা শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল বিদায় নিতে মন না চাইলেও বিদায় নিতে হচ্ছে: রাজন কুমার বাঘায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাঘায় সরকারি স্কুলের গাছ কেটেছে প্রভাবশালিরা বাঘায় সরকারি স্কুলের গাছ কেটেছে প্রভাবশালিরা আদমদীঘি ফাযিল মাদরাসার দুইটি ফ্যান চুরি গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আদমদীঘিতে বিক্ষোভ মিছিল বেগমগঞ্জে ছাত্রদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত-৯ নাটোরের লালপুরে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিককে হুমকি! শিশু একাডেমিক আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় বিভাগীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাফল্য অর্জন করেছেন ঝিনাইগাতীর ইউএনও আশরাফুল আলম রাসেল ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ ইসরাইলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে মোংলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল নাগেশ্বরী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান

পথরোধ করে হামলা, গুরুতর আহত জনি

পথ রোধ করে হামলা


নওগাঁয় দূর্বত্তদের হামলায় জনি (৩৫) নামের এক যুবক গুরুতর  আহত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে নওগাঁ-সান্তাহার সড়কের হোটেল মল্লিকা ইন নামক স্থানে ৮-১০ জন মাক্স ও হেলমেট পড়ে তার উপর হামলা চালায়। এতে সে আহত হলে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।


আহত জনি পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহারের ব্যবসায়ী মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে। এবং নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণের ভাই ব্যবসায়ী ভিষাণের জামাই। এছাড়া জনি ঠিকাদারী ব্যবসায়ের সাথে জড়িত বলে জানা গেছে।


জানাযায়, বুধবার রাত ৯ টার দিকে জনি কাজ শেষে নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিল। নওগাঁ-সান্তাহার সড়কের মল্লিকা ইন হোটেলের সামনে পৌঁছলে হেলমেট ও মাক্স পরিহিত ৮-১০ জন মোটরসাইকেল দিয়ে তার মোটরসাইকেলকে ব্যারিকেড দেয়। এরপর তার ওপর অতর্কিত হামলা ও উপর্যপুরি আঘাত করে। এতে তার এক হাত ও এক পা ভেঙে গেছে বলে স্থানীয়রা তাৎক্ষণিক মনে করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।


বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জানতে চাইলে আহত জনির ভাই সনি মুঠোফোনে বলেন, আমার ভাই গতকাল রাতে কাজ শেষে বাড়ি ফিরছিল। নওগাঁ-সান্তাহার রোডের হোটেল মল্লিকা ইন নামক স্থানে পৌঁছলে হঠাৎ ৮-১০ জন মাক্স পরিহিত আমার ভাইয়ের পথরোধ করে মারপিট করে। হাত ও পা ভেঙে গেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, পরীক্ষা নিরীক্ষা চলছে, তবে অনেক ইনজুরি হয়েছে। শত্রুতা বা কি কারনে অথবা কাউকে চিনতে পেরেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বর্তমানে আমরা সদর হাসপাতালে তার চিকিৎসা নিযে ব্যস্ত অছি। এবিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি।


হামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল গফুর মুঠোফোনে বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে আহত জনিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর