নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

নওগাঁয় বিদ্যুতের আগুনে বসতঘর আগুনে পুড়ে ছায়

বসতঘর পুড়ে ছায়

নওগাঁয় বিদ্যুতের আগুনে ভস্মীভূত বসতঘর


নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের নামা হাতাস গ্রামে বিদ্যুতের তার থেকে আগুন লেগে একটি বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। আগুনের ঘরে থাকা নগদ অর্থ সোনা চান্দী জমির দলিলসহ আসবাপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার দুপুর ১২টার সময় সদর উপজেলার নামা হাতাস খাড়া পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রেণ আনেন। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক কুরানো বাবু জানান। 

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি আরও জানায়, মঙ্গলবার দুপুর ১২ বারোটার দিকে টিনের ঘরের সাথে লেগে থাকা ২৪০ ভোল্টেজ আবাসিক লাইনের বিদ্যুতের ড্রপ তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।


সাহায্যকারী জাহিদুলসহ প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর পেয়ে যখন এখানে আসি তখন দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে।  বিদ্যুৎতের আগুনে নগদ অর্থ সোনা চান্দী জমির দলিলসহ আসবাপত্র পুড়ে যাওয়ার কারণে তার পরিবার এখন চরম ক্ষতিগ্রস্ত। 

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিরা আর্থিক সহায়তা প্রদান করে এই দুঃসময়ে পাশে দাঁড়ালে হয়তো পরিবারটি বেচে থাকার আসা খুঁজে পাবে তাই সকলকে এগিয়ে আসার আহব্বান জানান তিনি।


সব হারিয়ে সর্বশান্ত কুরানো বাবুর স্ত্রী ববি রাণী জানান, আমার স্বামী অন্যের জমিতে দিনমজুর খাটে। সকালে বের হয়ে যায়। আমি সকালে খড়ি আনতে বিলে যায়, বিল থেকে খড়ি নিয়ে এসে বাচ্চাকে গোছল করানোর সময় খবর পেয়ে ছুটে এসে দেখি আমাদের বসতঘর আগুনে পুড়ছে। ঘরে থাকা আনুমানিক ১ লাখ টাকা সোনা চান্দী ও আসবাবপত্রসহ কোনকিছুই বের করা সম্ভব হয়নি।


বাড়ির মালিক কুরানো বাবু বলেন,আগুনে পুড়ে সব হারিয়ে আমি এখন সর্বশান্ত আমার শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার কৃষি কাজ করে উপার্জিত অর্থ ও আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে এখন আমি স্কুল পড়ুয়া মেয়ে ছোট ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে রাস্তায়।


নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি), সদর দপ্তর, প্রকৌঃ মোঃ লুৎফুল হাসান সরকার বলেন,  বসত ঘরে শর্ট সার্কিটে  আগুন লাগার ঘটনা শুনলাম, ইলেকট্রিক পোল থেকে মিটার পর্যন্ত কোন ঘটনার বিষয়ে আমরা বলতে পারি তার বাহিরে কথা আমাদের পক্ষে সম্ভব নয়, বিভিন্ন ভাবে শর্ট সার্কিটে আগুন লেগে থাকে। আমরা আগুনের বিষয়ে জানতে পারলে সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে থাকি।


নওগাঁ প্রতিনিধি। 

১৩-০৩-২৪

০১৭৭১০০১৩১১

আরও খবর