নিয়ামতপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ "উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় - দেশ গড়বো সমাজসেবায়" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৩ পালিত হয়েছে। সোমবার(০২ জানুয়ারি) সকালে উপজেলার মেইন গেট থেকে দিবসটি উপলক্ষে র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে ভবনের হল রুমে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান। উপজেলা সমাজসেবা অফিসার আছয়াদুল্লাহ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুবুল আলম, নওগাঁ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা,সহকারী সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি জাবেদ আলী ও সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
১৪ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩২ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৫ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৯ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪৪ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৪৫ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে