নওগাঁর নিয়ামতপুরে নারীসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ সদস্য রয়েছে। বাড়ীতে চুরি যাওয়া বিভিন্ন মালামাল জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলেন- নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মালেকা বিবি (৫২), শহিদুল ইসলামের মেয়ে শাবানা আক্তার (২৬), গোলাম মোস্তফার মেয়ে মর্জিনা খাতুন (মুর্শিদা) (৪২), মৃত আব্দুল লতিফের স্ত্রী মনোয়ারা বেগম (৫০), এবং মোশারফ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

ভূক্তভোগী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রবিয়া গ্রামের বিফল কুমার ঘোষ জানান, শনিবার বরিয়া খোলা মাঠে খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরা সেই ঘোড়দৌড় দেখার জন্য গেলে বাড়ী ফাঁকা পেয়ে এই চোর চক্র আমার বাড়ীর জব্দকৃত মালামাল চুরি করে পালিয়া যাওয়ার সময় প্রতিবেশীরা দেখতে পেলে তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন গ্রামবাসী তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে এবং মালামালসহ হাতে নাতে আটক করে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ তাদের মালামালসহ আটক করে। এ বিষয়ে আমি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ওসি আসাদুজ্জামান জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শনিবার বিকেল থানায় একটি মামলা হয়েছে। চুরি যাওয়া কাঁসার থালা, দুইটি স্বর্ণের আংটি, দুইটি রেডিমেট স্বর্ণের নাক ফুল জব্দ করা হয়েছে। রবিবার ১৫ জানুয়ারী দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে