নওগাঁর নিয়ামতপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য এবং মৃত মুক্তিযোদ্ধা পরিবার ও সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৬ মার্চ)সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি)লিজা আক্তার বিথির সভাপতিত্বে ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ইঞ্জিনিয়ার বজলুর রশীদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে বক্তব্য দেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার ওসি আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আছয়াদুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা সুবাস কান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, নিয়ামতপুর সরকারি কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ,সাংগঠনিক সম্পাদক মিলন সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
১৪ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
১৪ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩২ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৫ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৯ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪৪ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৫ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে