নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রান গেল এক মহিলার। সোমবার (৮মে) সকাল ৮ঘটিকার সময় বাদুয়ারচর গেইট বাজার রেলক্রসিং এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মমতাজ বেগম ( ৫৫)।
নিহত মমতাজ বেগম হাজিপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের আব্দুল কাদির মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মমতাজ বেগম সকালে বাড়ি থেকে বের হন। পরে রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন।
গেইট বাজার রেলক্রসিং এর গেইট ম্যান জানান, সকালে রেইল লাইন দিয়ে হাটার সময় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। আমার চোখের সামনেই এই দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলাম জানান, সকালে ট্রেনের ধাক্কায় একজনের প্রান হানির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে, প্রয়োজনীয় আইনানুগ প্রাক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৬৮ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭১ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে
৯২ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯৫ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬৭ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
১৭৫ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৮৮ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে