নরসিংদী সদর উপজেলার চাঞ্চল্যকর ১৮ লক্ষ টকার চুরির ঘটনায়,১৩ লক্ষ টকার মালামাল সহ গ্রেফতার ৩ জন আসামী। আদ্য ২১ অক্টোবর শুক্রবার নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফিং এ এই তথ্য জানায় জেলা পুলিশ।
নরসিংদী শহরের চৌয়ালা মহল্লায় ডাক্তার মোঃ নূরুল্লাহ্ আল মাসুদ এর বাসায় চুরির ঘটনায় নগদ টাকা , স্বর্ণালঙ্কার, ১৮ টি দামি ব্র্যান্ডের ঘড়ি’সহ ১৩ লক্ষ টাকার বিভিন্ন মালামাল উদ্ধার, আটক ০৩ । বিজ্ঞ আদালাতে ০১জন আসামির স্বীকারোক্তি প্রদান।
ডাক্তার মোঃ নুরুল্লাহ্ আল মাসুদ গত ২৫ সেপ্টেম্বর তারিখে পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরবে যান। তার স্ত্রী ও তিনি সহ পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে অজ্ঞাতনামা চোরেরা গত ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবরের এর মধ্যে ডাক্তার মোঃ নূরুল্লাহ্ আল মাসুদ এর বসত ঘরের জানালার গ্রীল কেটে চোরেরা অনুপ্রবেশ করে নগদ টাকা, ডায়মন্ডের নোসপিন, মোবাইল সেট, স্বর্নালংকার, বিভিন্ন দামী ব্রান্ডের ঘড়ি সহ ১৮ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়া যায়।
এই বিষয়ে ডাক্তার মাসুদ নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার ও গুপ্তচরের সহায়তায় নরসিংদী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম (পিপিএম) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা জনাব আবুল কাশেম ভূইয়ার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাঃ হারুন অর রশিদ, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জনাব এরশাদ উল্ল্যাহ্, এসআই(নিরস্ত্র) মোঃ শাহীন , এসআই(নিরস্ত্র) শামীম হোসেন এর সমন্বয়ে নরসিংদী মডেল থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে চুরির ঘটনার সাথে জড়িত মোঃ কাউসার (২৬) কে গ্রেফতার করেন। কাউসারকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে তার প্রদত্ত তথ্যের ভিত্তিতে চোরাই মালামালের মধ্যে নগদ ২১ হাজার ৫ শত টাকা ও ০১ টি স্যামসাং মোবাইল সেট উদ্ধার করে। যার মূল্য ৪ হাজার টাকা।
পরবর্তীতে গ্রেফতারকৃত চোর কাউসারের দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী চোরা বিল্লাল( ৩৮)কে গাজীপুর জেলাধীন কালীগঞ্জ থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী থানার চৌয়ালা এলাকায় আসামী বিল্লাল এর বাসা থেকে প্রায় ১০ লক্ষ ৭৫ হাজার টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ।
তারপর চোরা বিল্লালের দেয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে রঞ্জন বনিক (৪২), পিতা-রঞ্জিত বনিক, সাং-ছোট মাধবদী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী এর স্বর্নের দোকান হতে দুইটি স্বর্ণের চেইন, চারটি আংটি, একটি নোসপিন, এক জোড়া কানের দুল, সর্বমোট পৌনে দুই ভরি যার মূল্য-১ লক্ষ ৬০ টকা উদ্ধার করেন।
সর্বমোট ১৩ লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়। আসামি মোহাম্মদ কাউসার মামলার ঘটনায় তার নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নরসিংদীতে দোষ স্বীকারক্তি মূলক কার্যবিধি ১৬৪ ধরা অনুযায়ী জবানবন্দী প্রদান করেন। ০২ ও ০৩নং আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নরসিংদী মডেল থানা পুলিশ জানিয়েছে চোরা বিল্লাল এর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ছিনতাই, চুরি সহ মোট ১২টি মামলা রয়েছে।
৬৮ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭১ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
৯২ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯৫ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬৭ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
১৭৫ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৮৮ দিন ৬ ঘন্টা ৪২ মিনিট আগে