অন্যান্য জেলার মত নরসিংদী জেলায় ও ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রবল প্রতাপের কারনে, জন জীবন ব্যহত। মধ্যরাত থেকেই প্রবল বর্ষন আর ঝড়ো হাওয়ার কারনে একপ্রকার বন্দী হয়ে গেছে জন সাধারন।
সকাল থেকেই ঝড়ো হাওয়া ও বৃষ্টির পরিমান বাড়তেই থাকে। সারাদিন বৃষ্টি কমার কোন লক্ষন দেখা যায়নি।সেই সাথে প্রবল বেগে ঝড়ো হাওয়া ত আছেই। নরসিংদীর রাস্তাঘাট প্রায় ফাকা। যানবাহন ও খুব কম চোখে পড়েছে রাস্তায়।
আজ সারাদিন বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে দেখা গেছে, দোকান, শপিং মল, স্কুল কলেজ, কোচিং এর বেশীর ভাগে ই একদম ফাকা। অনেক দোকান,শপিং মল, বাজার বৈরী আবহাওয়ার কারনে বন্ধ রাখা হয়েছে।
শপিংমল গুলো ক্রেতার অভাবে বিকেলেই বন্ধ করে দেয়া হয়। নরসিংদীর সনামধন্য শপিংমলে গিয়ে দেখা যায়। দূর্যোগ পুর্ন আবাওহাওয়ার কারনে বিকেল ৪.৪০ মিনিটেই শপিংমল বন্ধ করে দেওয়া হয়।
বাস স্ট্যান্ড, স্টেশন, সিএননি স্টেন প্রতিটি জায়গাই প্রায় ফাকা। বিশেষ প্রয়োজনে কিছু কিছু মানুষ ছাতা হাতে বের হয়।যারা প্রয়োজনের তাগিদে বের হয়েছেন, রাস্তায় বৈরী আবহাওয়ার কারনে দুর্ভোগ পোহাতে হয়। অনেকেই তাদের কর্মস্থলে যেতে পারেননি।
দুর্যোগ পুর্ন আবহাওয়ার কারনে বিদ্যুৎ সারদিন ই ছিলনা, ঝড়ো হাওয়ার কারনে বিভিন্ন জায়গায় গাছপালা ভেংগে পরে। অনেক জায়গায় কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হতে দেখা গেছে। আর ঘূর্ণিঝড় সিত্রাং এর ভয়াবহ প্রভাবে সব চেয়ে ভোগান্তিতে পরেছে নিম্ন শ্রেনীর মানুষেরা। ওরা বের হতে ও পারছেনা। যারা পেটের তাগিদে বের হয়েছেন, চাহিদা মত রোজগার করতে পারছেনা।
সবকিছু মিলিয়ে নরসিংদীতে ঘূর্ণিঝড় সিত্রাং এর ভয়াবহ প্রভাবে, জনজীবন এক প্রকার স্থবির হয়ে আছে।
৬৮ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭১ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
৯২ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯৫ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬৭ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
১৭৫ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৮৮ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে