মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র সহিদুল ইসলাম মাহফুজের (২৭)মরদেহ দুইদিন পর আজ উদ্ধার করে নৌ পুলিশ,ফায়ার সার্ভিস ও ডুবুরির দল। গতকাল উদ্ধার করা হয় মো. গালিব হক (১৫) নামে একজনের মরদেহ উদ্ধার। তার দুজনেই গত বৃহস্পতিবার পিকনিকে এসে মেঘনায় নিখোজ হয়। ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী।
অদ্য ২৯ অক্টোবর শনিবার দুপুরে দিকে আলোকবালী ইউনিয়নের টুরিস্ট স্পট চর আফজালের পাশে মেঘনা নদী থেকে মাহফুজের মরদেহটি উদ্ধার করা হয়েছে। দুদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে আজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন, নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুল আলম।
গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদরাসা থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি গ্রুপ পিকনিকে যায় মেঘনার চর আফজালে।সন্ধ্যা ৫টার দিকে পিকনিকে গিয়ে ফুটবল খেলা শেষে অন্যান্যদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামে।তারপর থেকেই তারা নিখোঁজ হয়।সহিদুল ইসলাম মাহফুজ(২৭)।
সে রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে ।
মাহফুজের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কান্না আর আহজাড়িতে মাতোয়ারা নিহতের বাড়ি। পুরো এলাকার মানুষ নিহত মাহফুজের বাসায় ভীড় জমাচ্ছে।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদরাসার বার্ষিক পিকনিকে শিক্ষকসহ ৩২ জন আলোকবালী ইউনিয়নের চর আফজালে যান। বিকেলে ফুটবল খেলা শেষে ৫টার দিকে মেঘনা নদীতে তারা গোসল করতে নামেন। শিক্ষকসহ বাকি ৩০ জন উঠে আসলেও অনেক খোজাখুঁজির পরেও ওই দুই ছাত্রকে আর পাওয়া যায়নি।
গতকাল ২০ ঘন্টা পর ডুবুরির দল গালিব এর মরদেহ উদ্ধার করতে পারলেও, অনেক খোজাখুজি করেও মাহফুজের মরদেহ পাইনি। অবশেষে আজ উদ্ধার করা হয় মাহফুজের মরদেহ।
৬৮ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৭১ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
৯২ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯৫ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৬৭ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে
১৭৫ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১৮৮ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে