আজ নরসিংদী পৌরসভার দুই দুইবার গোল্ড মেডেল প্রাপ্ত প্রয়াত মেয়র জনবন্ধু লোকমাক হোসেনের ১১ তম মৃত্যু বার্ষিকী। ২০১১ সালের আজকের এই দিনে ঘাতকের নির্মম বুলেটে নরসিংদী জেলা আওয়ামিলীগ কার্যালয়ে নিহত হন তিনি। নরসিংদীবাসি তাকে ভুলেনাই,ভুলবেনা।
প্রয়াত মেয়র লোকমান আধুনিক নরসিংদী শহরের রুপকার। লাখো জনতার হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন তার জনবান্ধব কাজ আর ভালবাসা দিয়ে। তিনি ছিলেন গরীব দুখী মেহনতী মানুষের অধিকার আদায়ের কন্ঠস্বর।
বছরের পর বছর উন্নয়নের ছোয়া হতে বঞ্চিত ছিল নরসিংদী শহর। চিপা অলিগলির ভাংগা রাস্তা। ছিলনা কোন ড্রেনেজ ব্যবস্থা। লোকমান হোসেন নরসিংদী পৌরসভার মেয়র হবার পর নরসিংদী শহরে তার হাত ধরে উন্নয়নের ছোয়া লাগে।
রাস্তা প্রশস্থ করন,আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। প্রতিটি মহল্লার রাস্তা প্রশস্থ করে নির্মান, নরসিংদী শহরের মোড়ে মোড়ে সুন্দর চত্তর নির্মান সহ নানাবিধ উন্নয়ন মুলক কাজ করে, নরসিংদী শহরকে একটি আধুনিক মডেল শহরে রুপান্তরিত করেন।
একসময় মাদক সন্ত্রাস চাদবাজে ভরপুর নরসিংদী শহরের সাধারণ জনগনের নিরাপত্তা ছিলনা বলেই চলে। মেয়র লোকমান মাদক সন্ত্রাস চাদাবাজদের কঠোর হস্তে দমন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে নরসিংদী শহরকে জনগনের জন্য একটি নিরাপদ শহরে পরিনত করেন।
মেয়র লোকমান ছিলেন একজন ন্যায় বিচারক। গরীব দুখী মেহনতী মানুষের হৃদয়ের রাজা। মানুষের অধিকার আদায়ে ছিলেন সদা সোচ্চার। জনগনের জন্য তার সেবার দরজা সবসময় খোলা ছিল। মেয়র লোকমান সব সময় বলতেন আমি তোমাদের সবার।
লোকমান হোসেন তার এসব উন্নয়ন মুলক কাজের জন্য জাতীয় পর্যায়ে দুই দুইবার শ্রেষ্ঠ মেয়র হিসেবে সর্নপদক পুরষ্কার পান। জনগনের প্রত্যক্ষ ভোটে দুইবার মেয়র হিসেবে জয়লাভ করেন।
আজ ১ নভেম্বর প্রয়াত মেয়র লোকমান হোসেনের ১১ মৃত্যু বার্ষিকী তে দিনের প্রথম প্রহরেই তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরসিংদী জেলা আওয়ামিলীগ, যুবলীগ ছাত্রলীগ, অন্যান্য অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন সহ নরসিংদীর আপামর জনসাধারণ।
এছাড়াও আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নরসিংদী শহরের বিভিন্ন মহল্লায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। মহল্লায় মহল্লায় গরীব দুখী মেহনতী মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।
লোকমান হোসেনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হত্যা করা হয় তাকে।ব্যাক্তি লোকমানের মৃত্যু হলেও তার আদর্শের মৃত্যু হয়নি। তার কাজের মাধ্যমে তিনি নরসিংদীর লাখো মানুষের হৃদয়ে আজো বিরাজমান। আজো তার হত্যাকারীদের বিচার হয়নি। সবার দাবী মেয়র লোকমান হোসেনের হত্যাকারীদের বিচার হোক।
৬৮ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭১ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৯২ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯৫ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬৭ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
১৭৫ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
১৮৮ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে