নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে ১ (এক) টি বিদেশী পিস্তল ও ০১ (এক) টি ম্যাগজিন উদ্ধার, গ্রেফতার-০১। নরসিংদী সদর থানার নজরপুর ইউনিয়ন থেকে গ্রেফাতার করা হয় আসামী আহসান আহমেদকে।
অদ্য ১৮ নভেম্বর শুক্রবার রাত অনুমানিক ২ ঘটিকার সময় নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কাশেম ভূইয়া, এর নেতৃত্বে করিমপুর পঞ্চবটি অস্থায়ী পুলিশ ক্যাম্প এর ইনচার্জ, এসআই(নিঃ)/কামরুল হাসান ও চৌকস পুলিশ অফিসারের ফোর্সের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানাধীন নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামে অভিযান চালায়।
এসময় চম্পকনগর গ্রামের নবাব আলী গাজী স্কুলের উত্তর পাশে নিজ বসত বাড়ির উঠান হতে গ্রেফতার করা হয় আহসান আহমেদ কে। আহসান আহমেদ এর পিতার নাম আসামী মনু মিয়া, তিনি নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামের স্থায়ী বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিতি প্যান্টের কোমড়ের বাম পাশে গোজা অবস্থা হতে ০১টি সচল পিস্তল ও ০১ এটি ম্যাগজিন উদ্ধার করেন। পিস্তলটি বাট সহ লম্বা অনুমান ৮ ইঞ্চ, বাট লম্বা অনুমান ৩.৮ ইঞ্চি, বাটের দুই পাশে কাঠ সদৃশ গায়ে গাঢ় খয়েরী রংয়ের প্লাষ্টিক লাগানো এবং পিস্তলটি ধুসর রংয়ের, পিস্তলের দুই পাশে বডিতে ইংরেজিতে MADE USA খোদাই করা অষ্পষ্ট লেখা আছে। প্রাপ্ত আলামত ১৮/১১/২০২২ তারিখ ০০.৪০ ঘটিকার সময় বিধি মোতাবেক জব্দ করা হয়।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক আসামী ২। শান্ত (২২), পিতা-আব্দুল জলিল, সাং-ঘোড়াদিয়া (সংগীতা), মোল্লার ছাড়াবাড়ী, থানা ও জেলা-নরসিংদী এ/পি সাং-চম্পকনগর (মামা কাউসার এর বাড়ী), থানা ও জেলা-নরসিংদী মর্মে নাম ঠিকানা প্রকাশ করে। উক্ত আসামী স্বাক্ষীদের সম্মুখে আরো স্বীকার করে যে, সে নিজে ও ২নং আসামী শাস্ত ৩নং আসামী জালাল উদ্দিন সরকার (৫০), পিতা-মৃত মফিজ উদ্দিন সরকার ,সাং- দড়ি নবিপুর, থানা ও জেলা-নরসিংদীর সহযোগীতায় এলাকায় আধিপত্য বিস্তার ও সস্ত্রাসী কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে উক্ত বিদেশী পিস্তলটি গত ৯/১০ মাস পূর্বে সংগ্রহ করে কখনো ১নং আসামী ও কখনো ২নং আসামীর হেফাজতে রেখে এলাকায় প্রভাব বিস্তার সহ বিভিন্ন বেআইনী কর্মকান্ড পরিচালনা করত।
আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৬৮ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭১ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
৯২ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯৫ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬৭ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
১৭৫ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৮৮ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে