রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মরহুম আব্দুস সাদেক এর জানাযা।
আজ বুধবার সকাল ১১ টায় রায়পুরা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় মরহুমের জানাযা। রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের কুচকাওয়াজ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় মরহুমকে। বিভিন্ন সংগঠন, ব্যক্তিবর্গ প্রিয় নেতাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক এর জানাযায় উপস্থিত ছিলেন রায়পুরার সাংসদ রাজিউদ্দীন আহমেদ, উপস্থিত ছিলেন রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আপামর জনসাধারন। রায়পুরা উপজেলা পরিষদ মাঠ কানাই কানাই পুর্ন হয়ে উঠে জানাযায় শরিক হওয়া মানুষের উপস্থিতিতে। হাজারো মানুষের ঢল নামে প্রিয় নেতার জানাযায় শরিক হতে।
রায়পুরার সাংসদ রাজিউদ্দীন আহমেদ রাজু বলেন " সাদেক আমার ছোট ভাইয়ের মত ছিল, আমৃত্যু আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল, আমার খুব কাছের একজন ছিল। কিন্তু শেষ দিকে কিছু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে আমার কাছ থেকে সাদেক কে দুরে সরিয়ে রাখে,আমি ওর আত্নার মাগফেরাত কামনা করি ও পরিবারের প্রতি সমবেদনা জানাই"
বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সাদেক ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন, ৭১ এ বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে জাপিয়ে পরেন মুক্তিযুদ্ধে। পরবর্তীতে আমৃত্যু আওয়ামীলীগের প্রতিটা লড়াই সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সাবেক রায়পুরা উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি।
জানাযায় উপস্থিত হয়ে আওয়ামীলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। তার রাজনৈতিক জীবনে দেশের সেবায় জনগনের সেবায় যেসব কাজ করে গেছেন,তার জন্য কৃতজ্ঞতা জানান সবাই।
৬৮ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭১ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
৯২ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯৫ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১৬৭ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৭৫ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
১৮৮ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে