আলী হোসেন ফাউন্ডেশন এর ১ম বর্ষ পুর্তি উদযাপন উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী ক্রিড়া প্রতিযোগিতা, অসহায় দুস্থদের সহায়তা ও আলোচনার সভার আয়োজন করা হয়। নরসিংদী সদর উপজেলায় অবস্থিত শিলমান্দী ইউনিয়নে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
এক বছর পুর্তি উপলক্ষে আলী হোসেন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহন করেন জি এম তালেব হোসেন, সভাপতি নরসিংদী জেলা আওয়ামিলীগ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দীন, চেয়ারম্যান শিলমান্দী ইউপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মশিউর রহমান মৃধা, অধ্যাপক নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আলী হোসেন সভাপতি। দিন ব্যাপি আয়োজিত আজকের অনুষ্ঠানে গ্রামীণ সসংস্কৃতির কিছু খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়। অসহায় দুস্থদের সহায়তা করা হয়। আলী হোসেন ফাউন্ডেশন এর সভাপতি জনাব আলী হোসেন তার বক্তব্যে বলেন, ' আলী হোসেন ফাউন্ডেশন একটি সেবামুলক সংস্থা, মানুষের সেবা করার উদ্যেশ্যেই গত বছর এর প্রতিষ্ঠা করি, আমরা অসহায়দের সহায়তা করে থাকি, যেসব পরিবার মেয়েদের বিয়ে দিতে পারেন না ওদের সহায়তা করি, গরীব ছাত্র ছাত্রীদের সহায়ত করি'।
আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ড.মশিউর রহমান মৃধা তার বক্তব্যে বলেন, 'মানুষ ভাল কাজের মাধ্যমে সম্মান পায়, শান্তি পায়, রাতে শান্তিতে ঘোম হয়। আলী হোসেন ফাউন্ডেশন ভাল কাজের জন্য, মানুষের সেবার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, ইনশাআল্লাহ এটি একদিন আমাদের আশ্রয়স্থল হিসেবে পরিনত হবে।'
গত বছর মানবতার সেবায়, দেশের সেবায়, সমাজের সেবায় নিয়োজিত থাকার মহান উদ্দেশ্য নিয়ে নরসিংদী জেলার শিলমান্দী ইউনিয়নের প্রতিষ্ঠিত হয় সেবা মুলক সংস্থা আলী হোসেন ফাউন্ডেশন। এই কয়দিনেই অসহায় দুস্থদের বিভিন্ন সময় বিভিন্ন সেবা দিয়ে এলাকায় সুনাম কুড়িয়েছে।
৬৮ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭১ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৯২ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯৫ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬৭ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
১৭৫ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
১৮৮ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে