নরসিংদী ডায়াবেটিক সমিতি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আজ শনিবার (৩১ ডিসেম্বর ) নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে নরসিংদী ডায়াবেটিক সমিতি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক প্রতিবেদন ও বাজেট অনুমোদন সহ বিভিন্ন প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়।
নরসিংদী ডায়াবেটিক সমিতির আজকের এই বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক), মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-১ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নরসিংদী কাজী আশরাফুল আজীম পিপিএম, ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম সিভিল সার্জন নরসিংদী। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী ডায়বেটিক সমিতির সদস্য সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকের সাধারণ সভার সভাপতিত্ব করেন আবু নাইম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক ও সভাপতি নরসিংদী ডায়বেটিক সমিতি। সঞ্চালনা করেন নুরুল আমিন, সাধারন সম্পাদক নরসিংদী ডায়াবেটিক সমিতি।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় আমন্ত্রিত অথিতিদের। এরপর আমন্ত্রিত অথিতিরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক এমপি তার বক্তব্যে বলেন, ' নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল আমাদের জন্য গর্ব, আমিও অনেক অসহায় দুস্থদের চিকিৎসার জন্য এই হাসপাতালে প্রেরন করি। আমি ধন্যবাদ জানাই তাদের যারা ১৯৯২ সালে এই মহান উদ্যোগ নিয়েছিল'।
পুলিশ সুপার , নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম তার বক্তব্যে বলেন, ' স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল প্রশংসনীয় ভূমিকা পালন করেছে উল্লেখ করে হাসপাতালটির সেবার পরিধি বৃদ্ধি ও মানোন্নয়নে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান'
নরসিংদী শহরের বানিয়াছলে অবস্থিত নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল, নরসিংদী জেলা তথা আশে পাশের অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য এক সনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে এখন পর্যন্ত তার সুনাম অক্ষত রেখেছে। ডায়াবেটিক সমিতির সভাপতি আবু নাইম মোহাম্মদ মারুফ খান বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ ডায়াবেটিক হাসপাতাল আজ ভাল অবস্থানে। তিনি সমিতির সকল সদস্যদের আহবান জানান সবার সম্মিলিত প্রচেষ্টায় এটিকে দেশ সেরা একটি প্রতিষ্ঠানে পরিনত করার জন্য।
৬৮ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭১ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৯২ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯৫ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬৭ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
১৭৫ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
১৮৮ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে