গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪ বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের নাসার সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ লাখাইয়ে বোরো ধান কাটা শুরু। কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ নাটোরে বিএনপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা কালিগঞ্জে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন’ ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ রহমতের বৃষ্টি চেয়ে কমলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ১১০ কেজি হরিণের মাংস সহ ১ চোরাশিকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি: প্রধান উপদেষ্টা

ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’—স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’-এর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪। রবিবার (২৯শে ডিসেম্বর) দুপুর পৌনে ৩টায় উপজেলা শহরের বনওয়ারী মোড় সংলগ্ন জুট মিল মাঠে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সংগঠনের ডোমার উপজেলা সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও নীলফামারী জেলা শাখার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রবিউল আলম, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন আলী, ডোমার আদর্শ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাকিব ইসলাম প্রমুখ। সম্মেলনের আনুষ্ঠানিকতায় ইসলামী সংগীত পরিবেশন করেন ডোমার ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। ২য় অধিবেশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনে ডোমার উপজেলা শাখার সভাপতি পদে মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক পদে মোঃ সুমন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মজিবুর রহমান উপস্থিত সকলের সম্মতিক্রমে নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম, জাকিরুল ইসলাম বাবলু ও মোসাদ্দেক হোসেন কাফি, সহ-সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন ও ডাঃ মইনুদ্দিন বাবু, সহ-সাধারণ সম্পাদক (মহিলা) মোছাঃ উম্মে সালমা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা আজিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া শাহিনুর ইসলাম (কোষাধ্যক্ষ), নুরননবী (দপ্তর সম্পাদক), আনারুল ইসলাম (ট্রেড ইউনিয়ন সম্পাদক), জাকারিয়া (প্রচার সম্পাদক), আতাউর রহমান (শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক), রাহেন ইসলাম (পাঠাগার ও প্রকাশনা সম্পাদক), হাবিবুর রহমান (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), জাকারিয়া ইসলাম (আইন-আদালত সম্পাদক), শেখ সাদী (সাহায্য ও পুনর্বাসন সম্পাদক), জামিনুর রহমান (কর্মসংস্থান সম্পাদক), সবুজ ইসলাম (চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক) নবগঠিত কমিটিতে নির্বাচিত হন। নতুন কমিটির কার্যকরী সদস্যরা হলেন- শরিফুল ইসলাম, ময়েজ উদ্দিন, আব্দুর রহিম, হাসিকুল ইসলাম, লোকমান হাবিব, হাবিবুল ইসলাম, মিলন ইসলাম, আব্দুল মান্নান, শরীফুল ইসলাম সবুজ, মমিনার, আব্দুস সালাম, নুরুন্নবী, মঞ্জুরুল ইসলাম ও আনারুল ইসলাম। দ্বিতীয় অধিবেশনের শেষপ্রান্তে নবনির্বাচিত সভাপতি মোঃ সোহেল রানাকে শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। এরপর অন্যান্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। উল্লেখ্য, ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আগের কমিটির সভাপতি হিসেবে মোঃ আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হিসেবে জাকিরুল ইসলাম বাবলু দায়িত্ব পালন করেছিলেন।
Tag
আরও খবর