নোয়াখালীতে এক নারীর মরদেহ পুকুর থেকে উদ্ধার
নোয়াখালী পৌরসভার মাইজদী শহরের উত্তর মাস্টার পাড়া এলাকা থেকে তৃষ্ণা রাণী সাহা (২৬) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে ঐ এলাকার শ্যামল ডাক্তারের বাড়ির সামনের পুকুর থেকে নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত তৃষা রাণী সাহা পৌরসভার মাইজদী গ্রামের উত্তর মাস্টার পাড়া এলাকার কমল সাহার মেয়ে। তারা এখানে ভাড়া থাকতো। কুমিল্লার লাকসামে বিপুলাসারে তাদের বাড়ি বলে জানা যায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তৃষা রাণী সাহা দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন। মানসিক অসুস্থতার কারণে তার বিয়ে হওয়ার পরও বিয়ে টিকেনি। বুধবার রাতে তৃষা রানী সাহা পরিবারের অজ্ঞাতে কোনো এক সময় বাড়ির সামনের পুকুরে পানিতে পড়ে মারা যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
১ দিন ৪৬ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে