" প্রবাহ "
লেখকঃ প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের
◾◾◾
" চন্দ্র সূর্য নক্ষত্র রাজি,
সৃষ্টিকর্তার কারসাজি ।
জোয়ার ভাটায় নদ-নদী প্রবাহমান,
সাগর মহাসাগর পৃথিবীতে চলমান।
সৃষ্টির রহস্য শুধু তিনিই জানেন ,
যদি কেউ হতে পারে মো'মেন ।
বালি মাটি পাথর হৃদয় ভরা আদর,
মোহিত মমতায় দেয়া অশ্রু সিক্ত কাতর ।
ঝড় জ্বলোচ্ছাস করে দেয় নিঃশেষ,
রাখে না কোন কিছুর অবশেষ ।
আগ্নেয় গিরির অগ্নোৎপাতে,
ধরণীর ঘূর্ণিপাতে ।
ঘুরছে সবই রাশি রাশি ,
সৃষ্টিকর্তার যেমন খুশি ।
আগুন পানি দিয়েছে জানি ,
একের প্রতি আরেক ধ্বংসের খনি।
সূর্যের আলোয় দূর হয় কালো ,
চন্দ্রের জ্যোৎস্নায় কালোকে করে আলো ।
সৌরমন্ডলের ঘূর্ণিপাকে চলছে ইহকাল ,
কেয়ামতের পরে আসবে পরকাল । "
১ দিন ৫০ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে