নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন পারভেজের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে তার অনুসারীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শুক্রবার বিকেল ৪টায় সিরাজপুর ইউনিয়ন যুবদল এবং বসুরহাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিলটি জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব আবদুর রহিম মাসুদ। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় পারভেজ ভাইয়ের বিরুদ্ধে ২১টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর দেশে ফিরে আসতেই তাকে আবারও ষড়যন্ত্রের মাধ্যমে মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।”
সমাবেশে সিরাজপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা সাজেদুল হক সালমান আরও বলেন, “সরকার পতনের পরও যদি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে, তবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।”
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুবদল নেতা পারভেজসহ দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসার নীলনকশা চলছে। তারা আরও ঘোষণা করেন, যতদিন না এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা হয়, ততদিন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।