পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে কেন্দ্রীয় বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের প্রহসনের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হযে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাকে গত ২১ মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও তিনি নোটিশের কোন জবাব দেননি, যা গুরুতর অসদাচরণ। নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার না করে গত ১৫ বছর ধরে চলমান গণতান্ত্রিক আন্দোলনে অত্যাচারি শাসকগোষ্ঠীর দ্বারা যারা গুম-খুন ও পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাঙ্খার প্রতি তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনাকে এহেন অবজ্ঞা ও ঔদ্ধত্যের জন্য বিএনপি'র গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে তাকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।
ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেন (আনারস প্রতীক) বলেন, তৃণমূল নেতাকর্মীদের আন্দোলনের সম্পৃক্ত করতেই আমি নির্বাচন করছি। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের কাছে হেরে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে।
২৬ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৭ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৫০ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫৯ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৬১ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৬২ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬৬ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে