পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার কলেজ রোড ও সুবিদখালী বাজারে অভিযান চালিয়ে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা, মূল্য তালিকা প্রর্দশন না করা এবং বিক্রয় নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রয়ের অপরাধে এ জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় মির্জাগঞ্জ থানা পুলিশের একটি টিম এবং উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মাকসুদুর রহমান খান উপস্থিত ছিলেন ।
জরিমানাকৃত দোকানগুলো হলো- কলেজ রোডস্থ ভাই ভাই বেকারি ৩ হাজার, সাতক্ষীরা ডেইরি ও মিষ্টিঘর ২ হাজার,তালুকদার স্টোর ২ হাজার, সিয়াম স্টোর ২ হাজার ও সুবিদখালী বাজারের সততা গার্মেন্টসকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তা। অভিযান চলাকালীন সময়ে ব্যবসায়ীগণসহ স্থানীয় নাগরিকদেরকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করা হয় এবং ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
২৬ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৭ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৫০ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫৯ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৬১ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৬২ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬৬ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে