বিশ্ব শান্তি ও সনাতন ধর্মালম্বীদের পরকালে সর্ব লাভের পূর্ণতা পাওয়ার জন্য গলাচিপা কেন্দ্রীয় কালী মন্দির কমিটির আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় মন্দির প্রাঙ্গণ থেকে শত শত ধর্মপ্রাণ নারী পুরুষ যুবক যুবতী ভক্তবৃন্দের সমন্বয়ে পবিত্র শুভ রথ উৎসব প্রথম যাত্রাকালে ভগবান জগন্নাথদেব শ্রী বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ নিয়ে সুন্দর সাজে রথো গাড়ি বহরে দড়ি টেনে যাত্রা করে।
এই শুভ রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে, থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, সাবেক প্রেসক্লাব সভাপতি ও জনকন্ঠের স্টাফ রিপোর্ট সিনিয়র সাংবাদিক সংকর লাল দাস, কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ কুমার বনিক, সাধারন সম্পাদক তাপস দত্ত, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল সহ আরো অনেকে।
উল্লেখ্য যে কেন্দ্রীয় কালীবাড়ি থেকে রথযাত্রাটি যাত্রা করে বড় সাহাবাড়ি যাবে এবং বড় সাহাবাড়ি থেকে ২৯ জুন উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এসময় রথযাত্রা পরিচালনা করেন পুরহিত বাসুদেব চক্রবর্তী।
৩৩ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৪ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৫৭ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
৬৬ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৮ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৯ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
৭৩ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে