বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ আহত ২

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামের পাশাপাশি বাড়ির দু-পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন ফারুক হাওলাদার (৬০) সাবু মুন্সী (৩২) এ বিষয় যানতে চাইলে ফারুক হাওলাদার বলেন  আমাদের চারাগাছ সাবুর ছাগলে খেয়ে ফেললে আমার  ছেলে আরিফ ও নাঈম সাবুকে বলে, তোমার ছাগলে আমাদের গাছ খেয়ে ফেলছে দয়াকরে ছাগল বেধে রাখেন, উত্তরে সাবু বলে ছাগল বাধবে না, প্রতিউত্তরে আরিফ বলেন ছাগলের ঠ্যাং ভেংঙ্গে ফেলব এই কথার উপরে কথার কাটাকাটির একপর্যায়ে সাবু লাঠি দিয়ে আঘাত করে আরিফের হাতে ও ফারুক হাওলাদারের মাথায় লাগে  মাথা ফেটে রক্তাক্ত হয়, এই পরিস্থিতিতে আরিফ ও নাঈম সাবুকে মারধরের চেষ্টা করে সাবু একটি গাছের শিকরের উপরে পরে যায় এতে সাবুর পিঠে মেরুদন্ডে আঘাত লাগে। এ বিষয়ে যানতে চাইলে সাবু বলেন আমার ছাগলে নাকি ওদের গাছ খেয়েছে সে জন্য ওরা তিনজনে মিলে আমাকে ইচ্ছে মত মারধর করছে আমার মেরুদন্ডে বাড়ি মারছে আমি একা ওদের তিনজনের সাথে পারিনি আমাকে আহত অবস্থায় কে যেন বাড়ি নিয়া আসছে। ঘটনার সমায় উপস্থিত প্রত্যক্ষদর্ষী আসাদ  বলেন, প্রথমে সাবুর ছাগলে আরিফের  গাছ খেয়ে ফেলে আরিফও নাঈম সাবুকে ডেকে বলে তোমার ছাগল বেধে রাখ সাবু বলেন ছাগল বেধে রাখতে পারব না তুই পারলে কিছু কর, তোমাদের ছাগলেও আমার আম,কাঠাল গাছ খায় তাতে তো আমি কিছু বলিনা, উত্তরে আরিফ বলে ছাগল না বাধলে ছাগলের ঠ্যাং ভেঙ্গে ফেলব এতে তর্ক-বির্তক শুরু সাবু লাঠি দিয়ে এলোপাথারী বাড়ি শুরু করেন এতে ঘটনাস্থলেই ফারুক হাওলাদারের মাথায় আঘাত লাগে এবং আরিফ ও নাঈমের গায়ে আঘাত লাগে কিছুক্ষণ পরে সাবুর শশুর নাসির সিকদার এসে কোন কিছু জিজ্ঞেস না করে ফারুক হাওলাদারের পরিবারের উপর চড়াও হয়  একপর্যায়ে নাসির সিকদারকে স্থানীয় লোকজনে সরিয়ে নিয়ে যায়।

সংঘর্ষ শেষ পর্যায়ে সাবুর ২ ভাই বাবু মুন্সী,হেমায়েত মুন্সী ও ভাতিজা ইমরান লাঠিশোটা নিয়ে দৌড়ে এসে ফারুক হাওলাদারের পরিবারের উপর হামলা চালানোর চেষ্টা করেন স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  এতে দু-পক্ষের দুজনই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

আরও খবর






পটুয়াখালীর গলাচিপায় অজ্ঞাত লাশ উদ্ধার

৭৩ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে