বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আগুনে স্বপ্নের দোকান পুড়ে ছাই।

প্রতিদিনের মত নিজের দোকানের বেচাকেনা শেষে ঘরে ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন ব্যাবসায়ী নুরুল আলম (৪০)। কিন্তু শেষ রাতে ঘুম ভাঙলো এক ভয়াবহ দুঃসংবাদে! আগুন জ্বলছে তার স্বপ্নের দোকান ঘরে। পরিমরি করে বিছানা ছেড়ে যখন এসে পৌছলেন তখন দাউদাউ করে চোখের সামনে জ্বলছে তার প্রতিষ্ঠান। স্থানীয় জনতার সহায়তায় খুব সামান্য পরিমান মালামাল উদ্ধার করতে পারলেও পুড়ে ভস্মীভূত হয়ে গেছে দোকানে থাকা প্রায় ৩০ লাখ টাকার মালামাল। সোমবার ভোররাত ৪ টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বউবাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর প্রচুর বৃষ্টিপাতের কারনে স্থানীয় বাজারের অধিকাংশ মানূষই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। শেষ রাতে বাজার সংলগ্ন মসজিদের মুয়াজ্জিন ইমাম হোসেন ফজরের আজান দেয়ার জন্য অযু করতে নামলে প্রথমে আগুনের বিষয়টি দেখতে পান। সাথে সাথেই দোকান মালিককে ফোন দিয়ে জানালে ও তার আত্মচিৎকারে অনেকে আগুন নেভাতে এগিয়ে আসেন। এ সময় তারা হাতের কাছে যা পেয়েছেন তাই দিয়ে পাশের পুকুর ও খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেছেন।


তবে উপস্থিত অনেকে বলছেন, মুদি দোকান হওয়ায় দোকানের ভিতরে ও বাইরে প্রায় ২০ ড্রাম ডিজেল মজুদ করা ছিল। তাই আগুন ঐসব ড্রামে লাগার পরে তা বারুদের মত কাজ করছিল। ফলে বৃষ্টিপাতের সময় আগুন লাগলেও টিন ও কাঠের তৈরি দোকানটির আগুন নেভানো সম্ভব হয়নি। যেটুকো উদ্ধার করা গেছে তা পুড়ে যাওয়া মালের তুলনায় একেবারেই সামান্য।


দোকান মালিক নূরুল আলম পন্ডিত বলেন, "আমি তো নিস্ব হয়ে গেলাম। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আমার দোকানে আগুন লাগতে পারে না, কারন আমি প্রতিদিন মেইন সুইচ অফ করে যাই। এ আগুন কেউ শত্রুতা করে লাগিয়েছে। স্থানীয় জেলেদের নিকট প্রায় ১ কোটি চল্লিশ লাখ টাকার মালামাল বাকিতে বিক্রি করেছি। এগুলোর হিসাবের খাতা দোকানেই রক্ষিত ছিল তার কিছুই পেলাম না। দোকানে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল, শুধু ২ বেরেল ডিজেল আর ৫ টা গ্যাসের সিলিন্ডার ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি। আমি এখন কি করবো জানিনা।"


ঘটনাস্থল পরিদর্শন শেষে চরমোন্তাজ পুলিশ ফাড়ির এস আই রাতুল বলেন, সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। পরিকল্পিতভাবে লাগানো হয়েছে কিনা তা সুনির্দিষ্ট ভাবে বলা যাবে না। তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

আরও খবর






পটুয়াখালীর গলাচিপায় অজ্ঞাত লাশ উদ্ধার

৭৩ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে