বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় দানা'র তান্ডবে পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭টি ঘর ভেঙে লন্ডভন্ড হয়েছে গেছে। সেই সাথে টানা বর্ষনের ফলে উপজেলার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলবদ্ধতা। এতে ঘরমুখো হয়ে পড়েছে কর্মজীবি ও নিম্নআয়ের লোকজন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দেউলী গ্রামে এমন ঘটনা ঘটে। তবে এর আগেরদিন (বুধবার) রাত থেকেই এ উপজেলায় মুষলধারে বৃষ্টিপাত ও মাঝে মাঝে দমকা হাওয়া বিরাজ করছিল।
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, ঘূর্ণিঝড় দানার প্রভাবে প্রবল বাতাসের তোড়ে গাছ উপরে পরে গ্রামের সেলিম হাওলাদার, আলমগীর সিকদার, করিম মিয়া, আবুল মিয়া, জাকির মিয়া ও সাকিরসহ ৭ জনের বসতঘর মাটির সাথে মিশে যায়। এতে রুমি বেগমসহ ৩ জন গুরুতর আহত হয়েছে বলেন জানান স্থানীয়রা।আহতরা বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। ওই ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মুনসুর হেলাল উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্তদের সাথে কথা বললে তাঁরা জানান, হঠাৎ বৃষ্টির সাথে বাতাস শুরু হয়। বাতাসের তান্ডবে বসতঘরের উপর গাছ ভেঙে পড়ে একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন পরিবার-পরিজন নিয়ে কোথায় থাকবো তাই ভেবে পাচ্ছি না!
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলায় ৬০ টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও শুকনো খাবার রয়েছে। ভেঙে যাওয়া ঘরগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের পূর্ণবাসনের জন্য পদক্ষেপ নেওয়া হবে।
৩২ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৪২ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৫৬ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৫ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৬ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৮ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭১ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে