পটুয়াখালীর মির্জাগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জুয়েলের জামিন নামঞ্জুর করেছেন জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পটুয়াখালীর চীপ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে এর আগেরদিন (২৩ অক্টোবর) রাতে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অতর্কিত হামলাও চালায় জুয়েলের উপর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই হামলার ঘটনায় ভাঙচুরকৃত গাড়ির চালক আলমগীর হোসেন বাদি হয়ে গত ২৬ আগস্ট মির্জাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। সেখানে এজাহার নামীয় ৮ নং আসামী জুয়েল। এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন এনেছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঘটনার দিন সেসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আত্মসমর্পণ করে চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চান। তাঁদের মধ্যে শুধুমাত্র জুয়েলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে নিজ উপজেলায় গেলে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় হামলা চালায় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এতে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল মৃধা ও সদস্য আল-আমিন এবং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম অহত হন। সেসময় একটি মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৩২ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৪২ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৫৬ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৫ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৬ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৮ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭১ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে