SDF এর OTG প্রকল্পের আওতায় কলাখালী ইউনিয়নের ৪০ জন হতদরিদ্র পরিবারকে জীবন যাত্রার মান উন্নয়নে ৯০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়।কিন্তু SDF প্রকল্পের কলাখালী ইউনিয়নের সভাপতি ও সাবেক মেম্বার শিউলী ওই টাকা থেকে আনুমানিক ৩০,০০০ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করে সমিতির সদস্যরা ও গ্রামবাসী।সাহাদাত দুলাল জানান যে তার বরাদ্দ কৃত ৯০০০ টাকা মদ্ধে ৮০০০ টাকাই শিউলী বেগম অফিস খরচ বলে তার কাছ থেকে নিয়ে যায়।আর ও এক জন নুপুর রায় জানান যে তার ৯০০০ টাকার মদ্ধে ২২০০ টাকা সভাপতি শিউলী বেগম অফিস খরচ বলে জোর পূর্বক ও ভয় ভীতি দেখিয়ে নিয়ে যায়। এছাড়া ও সভাপতি শিউলী বেগম স্বজন প্রীতি ও সকলের কাছ থেকে টাকা আত্মসাৎ এর অভিযোগ করেন গ্রামবাসী। নিরক্ষর গ্রাম বাসীর কাছ থেকে কৌশলে সকল টাকা পাওয়ার কথা কাগরে লিখিত ও নিয়ে নেয় ওই অফিসের কিছু আসাদু কর্মচারীর সহয়তায় শিউলি বেগম।
কলাখালী ইউনিয়নে চেয়ারম্যান মিস্টার সাহেব এর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান শিউলি বেগম এর বিরুদ্ধে সবাই অর্থ আত্মসাৎ এর অভিযোগ করেছে, কিন্তু শিউলি বেগম এর গুন্ডা বাহিনী থাকার কারনে কেউই তাকে কিছু বলার সাহস পায় না।
এই বিষয়ে শিউলী বেগম বলেন আমি সমিতি এলাকায় এনেছি সমিতি পরিচালনা করতে যা করা দরকার তাই করেছি, তবে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।
SDF এর ম্যানেজার সহ দায়িত্বশীল কর্মকর্তা কেউই শিউলী বেগম এর নামে মুখ খুলতে রাজি হয় নি।প্রকল্পের কলাখালি ইউনিয়ন এর ম্যানেজার তুহিন জানান যে SDF অফিস কখনো কোন অনৈতিক কাজে জরিত না আর আমার এর প্রমান পেলে শিউলি বেগম এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার সকল প্রমান দেখানোর পরে সে শিউলিকে পদ থেকে অব্যহতি দিয়ে সঠিক ভাবে তদন্ত করার আশ্বাস দিয়ে দায় মুক্তি নিয়ে চেস্টা করেন।
গ্রামবাসী অভিযোগ জানানোর পরে শিউলি বেগম এর কথিত ক্যাডার বাহিনী দিয়ে অভিযোগ কারীদের বাড়িতে হামলা ও ভয় ভীতি দেখানো হয় এতে জনমনে চরন আতঙ্ক বিরাজ করেছে। এই বিষয়ে তারা আইনের আশ্রয় নিতে ও ভয় পায়।
সবশেষে এলাকাবাসী দাবি এই অর্থ আত্মসাৎ কারীকে সভাপতির পদ থেকে সরিয়ে সকলের মতামত নিয়ে নতুন ভবে সৎ ও যোগ্য সভাপতি নির্বাচন করা ও অর্থ আত্মসাৎতের বিচার নিচ্শিত করার দাবী জানান কতৃপক্ষের কাছে।
১৭ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৮ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে
৩৫ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪০ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে
৬৩ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬৩ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭০ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে