গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি,
সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলিকেউটিল এলাকার দরিদ্র কৃষক আনোয়ার হোসেনের এক বিঘা জমির পাকা বোরো ধান কেটে মাড়াই করে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতা আরিফুর রহমান মিশুক।
বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০ টার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগ নেতা মো. আরিফুর রহমান মিশুকের নেতৃত্বে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
কৃষক আনোয়ার হোসেন বলেন, আমার এক বিঘা জমির বোরো ধান পেকে ক্ষেতে বাতাসে পড়ে যাচ্ছে। ধান কাটার জন্য জোন পাচ্ছি না। যাইবা দুই একজনকে পাই তারা প্রতিদিন ৫০০ থেকে ৬০০ শত টাকা নিচে কাজ করবে না। এ অবস্থাতে আমি উপজেলা ছাত্রলীগের নেতাদের সাথে যোগাযোগ করি তখন তারা আমাকে বলে আমরা আপনার পাকা ধান কেটে দিবো। তাই কথা রাখতে বৃহস্পতিবার সকালে এসে তারা আমার ধান কেটে দেয়। আমি ছাত্রলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মিশুক বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে আছি। সামনে ঝড় বৃষ্টি থাকার কারণে আমরা তাদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আরও কেউ থাকলে তাদেরকে এভাবেই সাহায্য করার আশা রাখি।
১ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে