দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি ।
রাজবাড়ীর
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা জিয়া সরদার নামের
ব্যাক্তি জামায়াতে ইসলামীর কেউ নন বলে দাবি করেছে স্হানীয় জামায়াত।
তাকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
৩
এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী তাদের
দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।
সম্মেলনে
উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আনোয়ার হোসেন,
সেক্রেটারি মোঃ আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের
সভাপতি মোঃ আবু হানিফ খান প্রমূখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে
আমীর মোঃ আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি জিয়া সরদার দৌলতদিয়া বাজারের মধ্যে
রেলওয়ের জায়গায় ঘর তোলেন বলে অভিযোগ ওঠে। এরপর তাকে দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং
ওয়ার্ডের সাধারণ সম্পাদক আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর
তথ্য ছড়ানো হয়। কিন্তু জিয়া উক্ত পদের নেতা নন। তবে ইতিপূর্বে তার নাম ওই
ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছিল।যা অনুমোদন পায়নি।
এমতাবস্থায় তার ওই পদের নেতা পরিচয় দেয়া অন্যায় ও ভিত্তিহীন।
বাজারের মধ্যে জনগুরুত্বপূর্ণ জায়গায় রাতের আধারে তার ঘর নির্মান করাকে আমরা নিন্দা জানাই।
তিনি
আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি
বা অনৈতিক কর্মকর্তাকে সমর্থন করে না। ভিডিওতে উল্লেখিত ব্যাক্তি
জামায়াতের কোনো দায়িত্বশীল নেতা বা সদস্য নন। তার কর্মকান্ডের দায়ভার
জামায়াত ইসলামীর নেয়ার প্রশ্নই ওঠে না।
এ সময় আরো বলা হয়, জামায়াতে
ইসলামীর হাজার হাজার সমর্থক থাকতে পারে। তবে তাদের সবাই সংগঠনের সঙ্গে
সরাসরি যুক্ত নন। তাই ভবিষ্যতে জামায়াতে ইসলামীর বিষয়ে কোনো কিছু প্রচারের
আগে আমরা সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ
জানাচ্ছি।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতারা।
১ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে