রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের পদ্মা নদীর তীরবর্তী ১ নং ওর্য়াডের জেলে কার্ডধারি জেলেরা জেলে কার্ডের সরকার ঘোষিত ন্যায্য চাউল না পাওয়ায় ডিসি অফিস ঘেরাও ও অনশন কর্মসূচী পালন করেন ভুক্তভোগী জেলেরা।
১৪ নং খানগঞ্জ ইউনিয়নের জেলে সম্প্রদায়ের আয়োজনে সরকার ঘোষিত ন্যায্য চাউল থেকে বঞ্চিত জেলেরা এ কর্মসূচি পালন করেন।
মৎস্যজীবিদের চাউল কোথায় প্রশাসন জবাব চাই?
মাছধরা ছাড়ব না, না খেয়ে থাকব না!
পেটে সবার ভাত নাই, বাচার মতো বাঁচতে চাই!
অভিমানী প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার ঘষিত জেলে কার্ডধারীদের ন্যায্য চাল পাওয়ার দাবী রেখে এ কর্মসূচি পালন করেছে চাল না পাওয়া জেলেরা।
বেলগাছি হাটবাড়িয়ার আজিবরের সভাপতিত্বে ও ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সুজনের সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম আক্কাসসহ বক্তারা বলেন, সরকার ঘষিত জেলে কার্ডের ন্যায্য চাউল বিতরন করা হয় নাই। আমরা চাউল পাই নাই। একদিকে সরকার মাছ ধরতে দিবে না! অন্যদিকে চাল দিবে না। আমরা যারা জেলে পেশার উপর নির্ভরশীল তারা কি না খেয়ে মারা যাব? যাদের উপর দায়িত্ব ন্যায্য ছিল তারা স্বজন প্রীতির মাধ্যমে ইলিশের জেলেদের বাইরে চাউল দিয়েছে। হয় আমাদের চাউল দেওয়া হোক, নয়তো মাছ ধরার অনুমতি দেওয়া হোক।
এ বিষয়ে রাজবাড়ী সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার মোস্তফা আল রাজীবের সঙ্গে মুঠোফোনে দুপুর ২৫ শে মে ৩ টা ৩৭ মিনিটে কথা বললে তিনি দৈনিক দেশচিত্রকে বলন, আমাদের বরাদ্দ শতকারা ৩০%, সকল জেলেকে দেওয়া সম্ভব নয়। এবার ৮০ কেজি করে চাল দেওয়া হয়েছে ইলিশের জেলেদেরকে। তারা ইলিশের জেলে কিনা বা ৩০% এর বাইরেও হতে পারে! এটা খতিয়ে দেখে পুনঃবিবেচনায় রাখা হবে।
১ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে