চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন চমক নেতানিয়াহুকে বন্দি করতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান লেবু পাতার যত গুণ মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষে সৃজনশীলতায় সাজানো ব্যতিক্রমধর্মী আয়োজন দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই: নাহিদ ইসলাম কেঁপে উঠল যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনে আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ ২ নায়িকা, কারণ কী? শার্শায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালন ইসলামপুর থানায় বেড়েছে দালাল, ২ দালালকে থানায় প্রবেশ না করতে ওসির হুঁশিয়ারি বর্ষবরণ | বিথী রহমান তাঁরা সবাই আজ মারা গেছে | মোঃ মাজিদুর রহমান শাহীন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদী প্রবণতা যেন ফিরে না আসে’ পলাশে নানা কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো খুবিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ন স্বপ্ন থেমে গেল,কুবির তিন্নি আর নেই দেশে চীনের বিনিয়োগকারীদের এফবিসিসিআই এর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে : হাফিজুর রহমান

পীরগাছায় উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আরিফ সরকার

মনোনয়নপত্র জমা দিলেন আরিফ সরকার

রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের ২নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন আরিফ সরকার। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ২টায় উপজেলা নির্বাচন অফিস রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। আরিফ সরকার ওই ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মৃত শমসের আলী সরকারের ছেলে।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় ছিলেন অন্নদানগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ সরকার, অন্নদানগর কলেজের প্রদর্শক উজ্জ্বল সহ ওই ওয়ার্ডের কয়েকশ মানুষ।  

অন্নদানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য নুরুল আমিন গত ২ ফ্রেব্রুয়ারি শ্বাসকষ্টজনিত কারণে নিজবাড়িতে মারা যান। স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৩৫(২) উপধারায় অর্পিত ক্ষমতাবলে মৃত্যুজনিত কারণে একই তারিখে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদটি শূন্য ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন।

উপজেলা নির্বাচন অফিসার শোয়েব সিদ্দিকী বলেন, অন্নদানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদটি শূন্য হওয়ায় আগামী ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে পুরুষ ভোটারের সংখ্যা ১হাজার ৭২৮জন ও মহিলা ভোটারের সংখ্যা ১হাজার ৮০৯জন। দুই কেন্দ্রে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ ৩০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। আরিফ সরকার ছাড়াও আরও তিনজন মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন-সুলতান মিয়া, আব্দুর রশিদ ও বেনী মাধব বর্মন।  আরিফ সরকার সবার কাছে দোয়া চেয়েছেন। 


আরও খবর