গত বৃহস্পতিবার (২২ আগষ্ট) দিবাগত রাতে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে নড়িয়া পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় একটি স্পিডবোট ও ত্রাণসামগ্রী নিয়ে শরীয়তপুর থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল স্বপ্নযাত্রা ফাউন্ডেশন ও শরীয়তপুরের কিছু উদ্যোমী যুবক।
যাত্রাপথে তারা কুমিল্লার বুড়িচং উপজেলায় পৌছালে সেখানের স্থানীয় জনগণ ট্র্যাক থামিয়ে তাদেরকে জানান, বাঁধ ধসে তাদের এলাকা প্লাবিত হয়ে অনেক মানুষ পানিতে আটকা পড়েছে। গভীর রাত হওয়াতে তখনও অন্য কোন উদ্ধার টিম সেখানে পৌছায়নি। তাই তাদেরকে দ্রুত উদ্ধার করা প্রয়োজন।
তৎক্ষনাৎ সিদ্ধান্তে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন সেখানে উদ্ধার কাজ শুরু করেন। স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সদস্যরা সেখান থেকে প্রায় ৩০০'র অধিক আটকে পড়া মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌছে দেন। পরবর্তীতে সেনাবাহিনীর একটি টিম পৌছে উদ্ধার কাজ শুরু করেন। এমনটাই জানিয়েছিলেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সাদ আহমেদ অপু। তিনি আরো জানান, যখন উদ্ধার কাজ শুরু করা হয় তখন পর্যায়ক্রমে শিশু, নারী, অসুস্থ, বৃদ্ধ ও অন্যান্যদের উদ্ধার করি। এর মধ্য থেকে আমরা ২ জন মুমূর্ষু ব্যক্তিকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হই তাদের কাছে আরেকটু দেরীতে পৌছালে হয়তো তাদের বাঁচানো সম্ভব হত না।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার গোমতী বাঁধের একটি অংশ ধসে পানি ঢুকতে থাকে জনাঞ্চলে। ক্রমে প্লাবিত হয়ে যাচ্ছে বুড়িচং উপজেলার নতুন নতুন এলাকা।
আজ শনিবার (২৪ আগষ্ট) কুমিল্লার বুড়িচং-এ উদ্ধারকাজ শেষ করে স্পিডবোট ও ত্রাণ নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন। বর্তমানে সেখানে রয়েছে টিম স্বপ্নযাত্রা ফাউন্ডেশন।
অন্যদিকে, এই ফাউন্ডেশনের সদস্যরা স্থানীয় পর্যায়ে বন্যাদুর্গতদের জন্য ফান্ড সংগ্রহ করছেন।
৬ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৮ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৯ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
২০ দিন ৩৩ মিনিট আগে