জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান লালপুর থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশকে প্রত্যাহার উপজেলা আহ্বায়ক কমিটিতে সাবেক ছাত্রদল নেতা উৎফুল্ল নেতা-কর্মী সুন্দরবনে অপহৃত নারী সহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চৌদ্দগ্রাম মিরশ্বান্নী বাজার ছাগলকে নল দিয়ে পানি খাইয়ে মোটাতাজা করানোর সয়ম ৯জন কে আটক করেছে উপজেলা প্রশাসন। স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে কার ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা হেদায়েতের জন্য দোয়া করা কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে-১০৪৩ কেজি টিসিবির পণ্য চুরীর অভিযোগ চিলমারীতে গাজায় গণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল একজন জনপ্রিয় অধ্যাপক এবং আদর্শ বাবার শেষ পরিণতি দৃঢ়ভাবে আগাও - নূরুল ইসলাম নাযীফ ফিলিস্তিন - শাহীন খান রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রশিবিরের বিক্ষোভ নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল স্টেশনে স্টপেজ দেওয়ায় পলাশের জনমনে স্বস্তি লালপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে নাগেশ্বরীতে প্রস্তুতি সভা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দীগ্রামে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের পথসভা

নড়িয়ায় ডা. আঃ রাজ্জাকের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

শরীয়তপুরে নড়িয়ায় ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর কলেজ ক্যাম্পাসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পের মাধ্যমে তিনশতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

এ ক্যাম্পের চিকিৎসক, ঔষধসহ সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আব্দুর রাজ্জাক। মেডিক্যাল ইকুইপমেন্ট সামগ্রী সরবরাহ করেন আইল্যান্ড গ্রুপের নির্বাহী পরিচালক সাংবাদিক মাহবুব আলম ও ঘড়িষার ডিজিটাল হাসপাতাল। এবং এই ক্যাম্পেইনের উদ্যোগ ও পরিচালনার দায়িত্ব নেন বসুন্ধরা শুভসংঘ নড়িয়া উপজেলা শাখা।

সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু হয়।

এই ক্যাম্পে ডা. আব্দুর রাজ্জাকসহ আরও চিকিৎসা সেবা দেন ডা. সাইফুল ইসলাম রোজ, ডা. নূপুর বিশ্বাস, ডা. অনিদ্য দাস ও ডা. আহসান আরা সীমা। ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও খাওয়ার নিয়ম বুঝিয়ে দেন ফার্মাসিস্ট বিএম মোবারক হোসাইন ও রাসেল শিকদার।

আগত তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনা মূল্যে তাদের ডায়াবেটিস, রক্তচাপ ও ওজন পরিমাপ করা হয়। এ ছাড়া বিশেষভাবে ৩০ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার পরীক্ষার জন্য ভায়া রেজিস্ট্রেশন করে রেফারেল ফরম দেওয়া হয়। 

উদ্ভোধনী বক্তব্যে ডা. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে চর্মরোগ এবং বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ মহামারী আকার ধারণ করছে। কিন্তু অনেক রোগী আর্থিক অসচ্ছলতার কারণে দামী ঔষধ ক্রয় করতে পারেনা যার ফলে এসব রোগ দিন দিন বেড়ে চলছে। তাই এর প্রকোপ কমাতে আমি সাংবাদিক মাহবুব আলমের সাথে পরামর্শক্রমে এই এলাকাটি বাছাই করি। এখানে আজ আমিসহ ৪ জন রেজিস্ট্রারকৃত এমবিবিএস ডাক্তার রোগী দেখব এবং বিশেষ করে চর্মরোগ ও ঠান্ডা জ্বরের প্রায় সব ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করব।

ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, অনেক রোগী আর্থিক কারণে ডাক্তারও দেখাইতে পারেনা এবং ওষুধও খেতে পারেনা। আজ ডা. আব্দুর রাজ্জাকসহ আরো যে ডাক্তাররা আমার এলাকার এই জনগোষ্ঠীকে ফ্রিতে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করতে এসেছেন আমি তাদের প্রতি সর্বোচ্চ খুশি ও কৃতজ্ঞ। আমি চাই হতদরিদ্রদের জন্য তাদের এই কার্যক্রম সর্বসময় অব্যাহত থাকুক।

আরও খবর