জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান লালপুর থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশকে প্রত্যাহার উপজেলা আহ্বায়ক কমিটিতে সাবেক ছাত্রদল নেতা উৎফুল্ল নেতা-কর্মী সুন্দরবনে অপহৃত নারী সহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চৌদ্দগ্রাম মিরশ্বান্নী বাজার ছাগলকে নল দিয়ে পানি খাইয়ে মোটাতাজা করানোর সয়ম ৯জন কে আটক করেছে উপজেলা প্রশাসন। স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে কার ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা হেদায়েতের জন্য দোয়া করা কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে-১০৪৩ কেজি টিসিবির পণ্য চুরীর অভিযোগ চিলমারীতে গাজায় গণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল একজন জনপ্রিয় অধ্যাপক এবং আদর্শ বাবার শেষ পরিণতি দৃঢ়ভাবে আগাও - নূরুল ইসলাম নাযীফ ফিলিস্তিন - শাহীন খান রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রশিবিরের বিক্ষোভ নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল স্টেশনে স্টপেজ দেওয়ায় পলাশের জনমনে স্বস্তি লালপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে নাগেশ্বরীতে প্রস্তুতি সভা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দীগ্রামে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের পথসভা

আন্দোলনে আহত আরিফের দায়িত্ব নিল সখিপুরের ডা. আব্দুর রাজ্জাক

ছবি: দেশচিত্র

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ৫ আগষ্ট আহত হয়ে দীর্ঘদিন বিছানায় কাতরাচ্ছিলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষারের আরিফ দেওয়ান (১৮)। তাকে নগদ আর্থিক সহায়তা ও চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যয় বহনের দায়িত্ব নেন ডা. আব্দুর রাজ্জাক। ডা. আব্দুর রাজ্জাক শরীয়তপুর জেলার সখিপুর থানার তারাবুনিয়া গ্রামের বাসিন্দা এবং ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত আছেন।

বছর খানেক আগে পরিবারের অভাব ঘোঁচাতে ঢাকা পাড়ি জমান পরিবারের একমাত্র ছেলে আরিফ (১৮)। ৫ আগষ্ট স্বৈরাচার পতনের লং মার্চে অংশ নিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে পৌছালে দুর্বৃত্তদের হামলায় তার পায়ের রগ ও মাংস আলাদা হয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে আর্থিক অসচ্ছলতার কারণে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করাতে পারছিলেন না তার পরিবার। এই ঘটনাটি দেশচিত্রের প্রতিনিধি মোঃ মাহবুব আলম তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করলে ডা. আব্দুর রাজ্জাক এ বিষয়ে অবগত হন। তৎক্ষনাৎ এই চিকিৎসক যোগাযোগ করে আহত আরিফের সাথে দেখা করা ও তাকে সাহায্য করার কথা ব্যক্ত করেন।

মঙ্গলবার রাতে ডা. আব্দুর রাজ্জাক স্থানীয় সাংবাদিক ও বসুন্ধরা শুভসংঘের সদস্যদের নিয়ে আহত আরিফের বাসায় যান। আরিফ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন এবং তার চিকিৎসার রিপোর্টগুলো দেখেন। আরিফের বাবা তার পরিবারের বর্তমান পরিস্থিতি ও চিকিৎসা ব্যয় সম্বন্ধে জানান।

ডা. আব্দুর রাজ্জাক বলেন, আমি তার সবগুলো রিপোর্ট দেখেছি। এখন থেকে সুস্থ হওয়া পর্যন্ত আরিফের ওষুধসহ চিকিৎসার সমস্ত ব্যয় আমি বহন করব। প্রতি মাসের ওষুধটা আমি নিজ হাতে তাকে কিনে দিয়ে যাব। সেই সাথে তার পুরো পরিবারের কেউ যদি ঘড়িষার ডিজিটাল হাসপাতালে আমার চেম্বারে যায় সেখানে আমি বিনা ভিজিটে তাদের চিকিৎসা সেবা দিব। এছাড়া অন্যান্য অসুবিধার ক্ষেত্রেও আমরা পাশে থাকার চেষ্টা করব।

তিনি আরও বলেন, প্রথমে আরিফকে তার ত্যাগের জন্য ধন্যবাদ জানাই। মানুষ বিভিন্নভাবে পা হারান কেউ দূর্ঘটনা বা এক্সিডেন্টে পা হারান কিন্তু সে দেশের স্বার্থে, দেশকে বৈষম্যমুক্ত করতে যেয়ে আজ আহত হয়ে পা দিয়ে হাটতে পারছেননা। তার এই আত্মত্যাগের বিনিময়ে ঘড়িষারবাসীসহ সারা দেশের মানুষ ভালো থাকব। এমনটাই কামনা করি।

আরিফের পরিবার জানান, স্যাররা এসে আমার ছেলের খোজ খবর নিয়েছে এতেই আমরা খুশি। রাজ্জাক স্যার আমার ছেলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, স্যারের জন্য আজীবন দোয়া থাকবে।

আরও খবর