জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান লালপুর থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশকে প্রত্যাহার উপজেলা আহ্বায়ক কমিটিতে সাবেক ছাত্রদল নেতা উৎফুল্ল নেতা-কর্মী সুন্দরবনে অপহৃত নারী সহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চৌদ্দগ্রাম মিরশ্বান্নী বাজার ছাগলকে নল দিয়ে পানি খাইয়ে মোটাতাজা করানোর সয়ম ৯জন কে আটক করেছে উপজেলা প্রশাসন। স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে কার ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা হেদায়েতের জন্য দোয়া করা কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে-১০৪৩ কেজি টিসিবির পণ্য চুরীর অভিযোগ চিলমারীতে গাজায় গণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল একজন জনপ্রিয় অধ্যাপক এবং আদর্শ বাবার শেষ পরিণতি দৃঢ়ভাবে আগাও - নূরুল ইসলাম নাযীফ ফিলিস্তিন - শাহীন খান রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রশিবিরের বিক্ষোভ নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল স্টেশনে স্টপেজ দেওয়ায় পলাশের জনমনে স্বস্তি লালপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে নাগেশ্বরীতে প্রস্তুতি সভা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দীগ্রামে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের পথসভা

হত্যার চেষ্টা মামলায় প্রধান আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ায় সংবাদ সম্মেলন

শরীয়তপুর জেলার নড়িয়া থানার সাবেক ওসি মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বিপি তদন্তকারী কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল খান তিনি প্রভাবিত হয়ে হত্যা চেষ্টা মামলা থেকে ১ আসামীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। 

শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার সময় জেলার নড়িয়া উপজেলার পৌড়সভার বাংলাবাজার এন.বি ফার্মায় মোঃ বাবুল হোসেন অসুস্থ থাকায় লিখিত বক্তব্য পাঠ করেন তার পুত্র নাজমুল হোসেন ও নাহিদ হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় নৌকা মার্কার প্রার্থী শরীয়তপুর-০২ সাবেক এমপি এ কে এম এনামুল হক শামীম, তার দূর সম্পর্কের ভাগিনা শহিদুল ইসলাম বাবু রাড়ি ও তার ভাইয়েরা এবং তার ভাড়াটে সন্ত্রাসীরা মিলে নির্বাচনের ফল ঘোষণার পরে প্রথমে আমার বড় ছেলে মোঃ নাজমুল হোসেন এর উপর হামলা চালায় এই খবর পেয়ে আমার মেজো ছেলে মোঃ নাহিদ হোসেন তার বাংলাবাজারের ঔষধের দোকান এন বি ফার্মা থেকে মোটরসাইকেল চালিয়ে লোনসিং ভাগের বাড়ি প্রাথমিক বিদ্যালয় আসে। আসার সাথে সাথে আমার মেজো ছেলের চোখের উপর শহিদুল ইসলাম বাবু রাড়ি নিজ হাতে বন্দুকের ঘাড়া দিয়ে তিন থেকে চারবার আঘাত করে আঘাতের ফলে আমার ছেলে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর এলোপাথারিভাবে পিটানো হয় তারপর আমার ছেলেকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে মাদবর বাজার এলাকায় আসার পর বাবু রাড়ির পালিত সন্ত্রাসী নড়িয়া সরকারি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন বেপারী ও তার সাথে থাকা ১০-১২ জন মিলে আমার ছেলের উপর আবার হামলা চালায় এরপর আমার ছেলের মোটরসাইকেল টি পুড়িয়ে দেওয়া হয় এ বিষয়ে নড়িয়া থানায় একটা মামলা করা হয়। মামলা হওয়ার পরে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার তদন্তভার দেন সাব ইন্সপেক্টর মোঃ মোস্তফা কামাল খানকে।

কিন্তু তিনি মামলার সঠিকভাবে তদন্ত না করেই আমাকে ও আমার মেজো ছেলে মোঃ নাহিদকে থানায় ডেকে নিয়ে মামলা প্রত্যাহারের জন্য হুমকি প্রদান করেন যার ভয়েস রেকর্ড আমাদের কাছে আছে, কোন অস্ত্র উদ্ধার না করেই,পুড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার না করেই, উল্টো মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়। অস্ত্রের নাম বাদ দিয়ে ১ নং আসামীর নাম বাদ দিয়ে তিনি চার্জসিট দিয়েছেন এতে করে আমি এবং আমার পরিবারের সবাই আতঙ্কে আছি। এর আগেও ২০২১ এর অক্টোবরের ২৩ তারিখ রাত সাড়ে নয়টার দিকে আমার মেজো ছেলে মোঃ নাহিদ হোসেন কে হত্যার উদ্দেশ্যে আরেকবার হামলা চালানো হয়েছিল সেটা মামলা করা হয়েছে সেটারও ভালোভাবে তদন্ত পাইনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে কি আইনের অভাব রয়েছে, এটাই কি বাংলাদেশ, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম, আমি চাই সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা এর সুস্থ তদন্ত করে এই ধরনের সাব-ইন্সপেক্টর ও ওসিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এবং আমাদের এই মামলাটি পুনরায় তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক।

আরও খবর