শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ নয়াকান্দি এলাকায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) বেলা পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রতন কুমার ঘোষ (বয়স উল্লেখ নেই), যিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষের পুত্র। তিনি ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল-এর সিনিয়র মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে নড়িয়ায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নিয়মিত কাজের অংশ হিসেবে রতন কুমার ঘোষ মোটর সাইকেলযোগে উপজেলার গোলার বাজার থেকে নড়িয়ার দিকে যাচ্ছিলেন। চাকধ নয়াকান্দি এলাকায় পৌঁছালে তিনি নসিমনটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোর চাপে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর অটো চালক সোহেল নিজেই আহত রতন কুমার ঘোষকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, আমরা এমন একটি ঘটনার খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
৪ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১৮ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১৮ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে