আসন্ন পবিত্র ঈদ-উল আযহা ২০২৩ উদযাপন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখা, যানজট নিরসন ও জাল টাকা প্রতারক চক্র থেকে সর্তক হওয়ার লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ঝিনাইগাতী থানার এসআই রাজীব ভৌমিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক হারুন অর রশিদ দুদু, বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান মক্কু। এ সময় সরকারী বিভন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
৩ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে