“মজবুত হলে পুষ্টির ভিত- স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরেরে ঝিনাইগাতীতে সপ্তাহব্যাপী শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৩ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহার সভাপতিত্বে ও আবসিক মেডিকেল অফিসার ডাঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়। চিত্রাংকন, কুইজ ও উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ১৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। ৭-১৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের অনুষ্ঠানমালায় ছিল, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, গর্ভবতী ও দুগ্ধ দানকারী মা ও প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ খাদ্য ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা।
৩ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে