আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক সংরক্ষিত মহিলা এমপি ফাতেমা তুজ্জহুরা শ্যামলী ১৬ জুন শুক্রবার দিনব্যাপী শেরপুর জেলার সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আগাম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি ফাতেমা তুজ্জহুরা শ্যামলী শেরপুর-১ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের সকল শ্রেণি-পেশা মানুষ ও ভোটারদের সাথে জনসংযোগ এবং কুশল বিনিময় করেন। এরই ধারাবাহিকতায় তিনি শুক্রবার দিনব্যাপী সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে শেরপুর জেলা শহরের বটতলা তার রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে পবিত্র ঈদ-উল-আযহার আগাম ঈদ শুভেচ্ছা বিনিময় এবং উপস্থিত সাংবাদিকদের ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী তাদের হাতে তুলে দেন। এসময় যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, সাপ্তাহিক শ্যামলী শেরপুর এর নির্বাহী সম্পাদক উমর ফারুকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, যুব মহিলালীগ নেত্রী ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
৩ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে